Saturday, May 3, 2025

সব শ্রেণিতেই নজর কেজরির, বাংলার পথে ঘোষণা দলিত স্কলারশিপের

Date:

Share post:

বাংলার পথে একাধিক প্রকল্প নিয়েছে দিল্লির আপ (AAP) সরকার। নাগরিকদের উন্নয়নে আর্থিক ও সামাজিকভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার উপযোগিতা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝেছিলেন, এবার সেই পথে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর পরে এবার উচ্চশিক্ষায় দলিত শ্রেণির জন্য স্কলারশিপের (scholarship) ঘোষণা কেজরিওয়ালের।

বাংলায় সংখ্যালঘু, পিছিয়ে পড়া, অনগ্রসর শ্রেণি সবার ক্ষেত্রেই স্কুল পর্যায় থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। উচ্চশিক্ষার জন্যও রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ। এবার সেই পথে দিল্লির আপ সরকার। ২০২৫ নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে দলিত পড়ুয়াদের বিদেশে বা যে কোনও বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহন করবে দিল্লির সরকার। ভর্তি হয়ে গেলে দলিত পরিবারের সেই পড়ুয়ার সব দায়িত্ব বহন করবে আপ (AAP) সরকার।

সংসদের শীতকালীন অধিবেশনে যেখানে বিজেপি সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের (B R Ambedkar) অবমাননায় ব্যস্ত সেখানে দিল্লিতে আবার ক্ষমতায় এলে দলিত শ্রেণির পড়ুয়াদের জন্য আম্বেদকরের নামেই স্কলারশিপ চালু করবে আপ সরকার। এক্ষেত্রে যে সব সরকারি কর্মীরা (government workers) দলিত সম্প্রদায়ের, তাঁরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। তাঁদের সন্তানরাও এই স্কলারশিপের (scholarship) যোগ্য হবেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে মহিলা ভোটারদের কাছে টানতে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান প্রকল্প, বয়স্ক নাগরিকদের জন্য সঞ্জীবনী প্রকল্প এনেছেন। এবার দলিত সম্প্রদায়ের মানুষের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে ঝুলি থেকে আরও এক তাস পেশ করলেন কেজরি। যদিও তাঁকে কোণঠাসা করতে বিজেপি এখনও পুরোনো কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগের পথেই সীমাবদ্ধ। আপের পরবর্তী পরিকল্পনায় ভীত দিল্লির কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইডি এবার তদন্ত করতে পারবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন।

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...