সামনে এল রাঢ় বেঙ্গল টাইগার্স, লক্ষ্য হকি ইন্ডিয়া লিগ চ্যাম্পিয়ন হওয়া

অনুষ্ঠানে ছিলেন অভিষেক, সুখজিৎ সিং, রুপিন্দর পাল সিংয়ের মতো জাতীয় দলে খেলা প্লেয়াররা ।

শুরু হতে চলেছে হকি ইন্ডিয়া লিগ । আর এই হকি লিগে প্রথমবার অংশ নেবে বাংলার দল । বাংলার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে শ্রাচী স্পোর্টস। গতকাল ছিল তার জমকালো অনুষ্ঠান । যেখানে সামনে আনা হয় রাঢ় বেঙ্গল টাইগার্সের খেলোয়াড়দের । অনুষ্ঠানে ছিলেন অভিষেক, সুখজিৎ সিং, রুপিন্দর পাল সিংয়ের মতো জাতীয় দলে খেলা প্লেয়াররা । ছিলেন যুগরাজ সিং ।যারা রয়েছেন বেঙ্গল টাইগার্সে। কোচের দায়িত্ব কলিন বেলজ।

আসন্ন প্রতিযোগিতার ইতিমধ্যেই কলকাতায় সল্টলেক
সাইয়ের অ্যাস্ট্রোটার্ফে হকি ইন্ডিয়া লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রাচীর রাঢ় বেঙ্গল টাইগার্স। লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া । অনুষ্ঠানে ছিলেন শ্রাচী কর্ণধার রাহুল টোডি। আসন্ন হকি ইন্ডিয়া লিগে দল নিয়ে আশাবাদী তিনি।

 

 

 

 

আরও পড়ুন- ফের হার মহামেডানের, কেরালার কাছে হারল ৩-০ গোলে