পুত্র সন্তানের বাবা হলেন অক্ষর, সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির খবর

আমরা হকশ প্যাটেলকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।

কয়েকদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কয়েকদিন আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদে। আর এবার বাবা হলেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার অক্ষর প্যাটেল। গত ১৯ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অক্ষরের স্ত্রী মেহা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অক্ষর লেখেন, ” ও এখনও লেগসাইড অফসাইড ঠিক করতে পারেনি। কিন্তু নীল জার্সি পরিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। আমরা হকশ প্যাটেলকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভারতের সবচেয়ে ছোট সমর্থক। তবু ও সবচেয়ে বড় ভক্ত। আমাদের হৃদয়ের সবচেয়ে বিশেষ অংশ।”

২০২৩ সালের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অক্ষর এবং মেহা। বেশ গত অক্টবোরে তাদের সন্তানের আগমনের কথা জানান অক্ষর। গত ১৯ ডিসেম্বর পুত্র সন্তানের বাবা হন ভারতীয় দলের এই ক্রিকেটার।

আরও পড়ুন- ‘নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা ছিল’, টিম ইন্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে বললেন অশ্বিন