Thursday, November 6, 2025

মানবাধিকার কমিশন চেয়ারম্যান নিয়োগে একনায়কতন্ত্র, তোপ কংগ্রেসের

Date:

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রকাশ্যে বিরোধীদের দাবিকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই গোপণে সেই একনায়কতন্ত্রই চালিয়ে যাচ্ছে বিজেপির কেন্দ্র সরকার। মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও সিলেকশন কমিটির (selection committee) গুরুত্বকে দমিয়ে দিয়ে চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মনিয়মকে (V Ramasubrahmanian) নিয়োগ করা হয়েছে বলে দাবি কংগ্রেসের।

সোমবার রামসুব্রহ্মনিয়মের নিয়োগর পরেই বিরোধিতা পত্র দেয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুসারে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু রামসুব্রহ্মনিয়মের ক্ষেত্রে সব সদস্যের বক্তব্যকে গুরুত্বই দেওয়া হয়নি। নির্বাচন কমিটি তৈরি হয় সব ধরনের মতামত পেশের জন্য। সেখানে কেন্দ্রের ক্ষমতাসীন সরকার সবার মতামতকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে চেয়ারম্যান নিয়োগ করেছে।

কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ফলি নরিম্যান ও বিচারপতি কে এম জোশেপের নাম প্রস্তাব করা হয়েছিল এনএইচআরসি-র (MHRC) চেয়ারম্যান হওয়ার জন্য তবে সেই প্রস্তাব নিয়ে ভেবেই দেখেনি নির্বাচন কমিটি, অভিযোগ খাড়গের। তাঁর দাবি, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনকে দেশের প্রত্যন্ত এলাকা থেকে ব্যাপক বিভিন্নতার মানুষের সমস্যা শুনতে হয়, সেক্ষেত্রে তার চেয়ারম্যান একজন বিভিন্নতা-বোধ সম্পন্ন ব্যক্তিই হওয়া উচিত।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version