Thursday, August 28, 2025

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ৷মঙ্গলবার সকাল থেকে প্রায় দু’ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়৷ বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, এদিন সকালে শালিমার স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল৷ কিন্তু, কোনও বিজ্ঞপ্তি ছাড়া নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল বলে ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ তারই প্রতিবাদে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷

যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের খবর পেয়ে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ যাত্রীদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বেলা 12টার সময় ট্রেন দেওয়া হবে ৷ কিন্তু, মৌখিক প্রতিশ্রুতি নয় ৷ বিক্ষোভকারী যাত্রীরা দাবি করেন, কর্তৃপক্ষকে লিখিত দিতে হবে ৷ আর লিখিত প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যাত্রীরা ৷

যদিও, রেলের আধিকারিকরা বারবার যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রেলের দাবি গত ৯ ডিসেম্বর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও সোমবার, ২৩ ডিসেম্বর পর্যন্ত তৎকালে টিকিট ইস্যু করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব হয় ?

এক যাত্রী বলেন, ট্রেন সকাল ১০টায় ছাড়ার কথা ৷ কিন্তু, আধঘণ্টা আগে ঘোষণা করছে ট্রেন বাতিল ৷ বলা হচ্ছে, ৯ তারিখ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, আমাদের কাছে কাগজ আছে ৷ গতকালও তৎকালে টিকিট দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিল হয়ে গেলে, কীভাবে তৎকালে টিকিট দিল রেল ৷ আমরা বয়স্ক ও বাচ্চাদের নিয়ে শালিমারে এসেছি ট্রেন ধরতে ৷ আমাদের ট্রেন আগে দিতে হবে ৷ তারপর অবরোধ উঠবে ৷

এ নিয়ে আরপিএফের ওসি এসকে সিং বলেন, ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷ যাত্রী সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ৷ট্রেনটি বাতিল করা হয়নি।শুধুমাত্র সেটি ছাড়ার সময় বদলানো হয়েছে। রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু, যাত্রীরা লাইন থেকে না-উঠলে, কীভাবে ট্রেন প্লেস করা হবে ৷ তাই আমাদের অনুরোধ যাত্রীদের কাছে, যাতে তারা লাইন ক্লিয়ার করে দেন৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version