Wednesday, August 20, 2025

এলেন না রাজ্যপাল, ফাঁকা চেয়ার রেখেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু সমাবর্তন অনুষ্ঠান

Date:

Share post:

প্রথম থেকেই সংশয় ছিল যাদবপুর সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল আসবে কিনা। মঙ্গলবার সেই ছবিই ধরা পড়ল।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হল,কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের চেয়ার ফাঁকাই পড়ে থাকল। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।ওয়াকিবহলমহলের মতে আরও একবার রাজ্যপালের সঙ্গে যাদবপুরের সংঘাত মাথাচাড়া দিয়ে উঠল।

এর আগে রাজভবনের সঙ্গে যাদবপুরের সংঘাত বহুবার হয়েছে। গত বছরে যে সমাবর্তন অনুষ্ঠান পালিত হয়েছিল সেখানেও রাজ্যপাল অনুপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের হাতেই থাকে। তিনিই আচার্য। যাদবপুরের ক্ষেত্রেও সেই একই নিয়ম। সমাবর্তন অনুষ্ঠান ঠিক নিয়ম মেনে পালিত হচ্ছে না। এই অভিযোগ আগেই করেছিলেন রাজ্যপাল। এবারও সেই একই দাবি তোলে রাজভবন। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ পত্র দেওয়া হলেও এদিন তিনি সমাবর্তন অনুষ্ঠানে আসেন নি।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

তবে রাজ্যপাল না এলেও অনুষ্ঠানে ছিলেন তার মনোনীত জিতেন্দ্রনাথ রায়।রাজ্যপাল অর্থাৎ আচার্য বলেছিলেন, কিছুদিন পরই স্থায়ী উপাচার্য নিয়োগ হবে। তারপর সমাবর্তন হোক। রাজভবনের অভিযোগ ছিল, যেভাবে তড়িঘড়ি সমাবর্তনের আয়োজন করা হচ্ছে তা সম্পূর্ণ বৈআইনি। রাজ্যপালের যুক্তি ছিল, এভাবে তাড়াহুড়ো করলে ডিগ্রি প্রাপকদের সমস্যা হতে পারে। কিন্তু তা মানতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্যপাল আসবেন মনে করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়। কিন্তু তার দেখা না মেলায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন।মঙ্গলবার এরপরেই অনুষ্ঠান শুরু করা হয়। তবে রাজ্যপালের চেয়ার ফাঁকা পরে রইল এদিন।

 

 

spot_img

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...