Sunday, May 4, 2025

তথ্যের অধিকার আইনে আটকে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্যান্টিয়াগো মার্টিনের যে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করেছে, তা থেকে তথ্য সংগ্রহ করতে ইডি-র উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিভিন্ন সংস্থার ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করা হয়। সেই সব ডিভাইসগুলি সংস্থাগুলির ব্যক্তিগত তথ্য গোপণ রাখার কাজ করে। সেক্ষেত্রে এই সব ডিভাইস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব ডিভাইসের তথ্য পেতে পারে কি না, তা নিয়ে নির্দেশ চেয়ে আবেদন জানায় অ্যামাজন (Amazon), নিউজক্লিক (Newsclick) সহ দুই দুই সংস্থা, যার মধ্যে একটি ফিউচার গেমিং (Future Gaming)। ২০২৩ সালে দিল্লি পুলিশ (Delhi Police) স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং-এর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তার পাল্টা সেই সব ডিভাইসে রাখা তথ্য প্রকাশ করা ‘তথ্য গোপণ রাখার অধিকার’ আইনের পরিপন্থী বলে দাবি করে ফিউচার গেমিং।

একই আবেদন অ্যামাজন, নিউজক্লিকের। পিটিশনাররা তাদের “সংবিধানিক এবং মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার” রক্ষা করার আবেদন জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, “ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসে সঞ্চিত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং এটি ব্যক্তির জীবনের বিষয়ে যেকোনো তথ্য প্রকাশ করে।” সুপ্রিম কোর্টের আদেশে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সান্টিয়াগো মার্টিন এবং তার কোম্পানির কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য অ্যাক্সেস বা কপি করতে পারবে না। সেই সঙ্গে পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে ইডি-র সমনেও স্থগিত করেছেন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের ডিজিটাল ডিভাইস থেকে তথ্য বের করার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version