Thursday, May 8, 2025

ভাইকে অডিওবার্তায় ভিনরাজ্যে না যাওয়ার অনুরোধ, এইমস ভুবনেশ্বরে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

Date:

ভাইকে ভিন রাজ্যে পড়তে না যাওয়ার সতর্কবার্তা দিয়ে আত্মঘাতী ছাত্র। এইমস ভুবনেশ্বরে হস্টেলের ঘর থেকে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রত্নেশকুমার মিশ্র (২১)। দেহের পাশে পাওয়া গিয়েছে ভাইয়ের জন্য রেখে যাওয়া শেষ অডিয়োবার্তা, ‘‘ডাক্তার হও, কিন্তু কোনওদিন নিজের রাজ্য ছেড়ে ভিন্‌রাজ্যে যেও না!’’

অসমের ডিব্রুগড়ের বাসিন্দা রত্নেশ এম্‌স ভুবনেশ্বরের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বুধবার হস্টেলের বি ব্লকের ৫০২ নং ঘর থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল ওই ছাত্রের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। মঙ্গলবার বাবার সঙ্গে অসম থেকে ভুবনেশ্বরে ফিরেছিলেন রত্নেশ। বাবা কলেজের কাছেই একটি হোটেলে উঠেছিলেন। বুধবার পরীক্ষার পর ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার কথা হয়। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বার বার ফোন করেও ফোনে পাওয়া যায় নি সেই ছাত্রকে। তড়িঘড়ি ছেলের হস্টেলে পৌঁছন তিনি। বেশ কিছুক্ষন ডাকাডাকির পর কয়েক জন আবাসিক ছাত্রের সাহায্যে দরজা ভেঙে দেখা যায় পড়ে রয়েছে সেই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দারিদ্রতার কারণে ছেলের পড়াশোনার খরচ সামলাতে রত্নেশের বাবা তাঁদের জমি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিন আগেই। এরপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই পড়ুয়া। ভিনরাজ্যে মাসের পর মাস পরিবারের থেকে দূরে থাকার কারণে মানসিক ভাবে আরও ভেঙে পড়ছিলেন তিনি। মৃত্যুর আগে অসমে ভাইকে একটি অডিয়োবার্তা পাঠিয়ে রত্নেশ বার বার বাবাকে জমি না বিক্রি করতে অনুরোধ জানিয়েছেন। পরিবার সূত্রে খবর, রত্নেশের ভাইও বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। ভাইকে তিনি বলে গিয়েছেন, ভিনরাজ্যে না গিয়ে অসমে থেকেই ডাক্তারি পড়তে। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রের আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...
Exit mobile version