কাজাখিস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী? প্রকাশ্যে সেই মুহূর্তের ভিডিও!

বড়দিনে বিশ্বজুড়ে সেলিব্রেশনের মাঝেই হঠাৎ বিমান দুর্ঘটনার (Kazakhstan Plane Crash)খবর নাড়িয়ে দিয়েছিল সকলকে। রাশিয়ার অভিমুখে রওনা দেওয়া আজারবাইন এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) বিমান ভেঙে পড়ার নেপথ্যে কি পাখি নাকি অন্য কিছু? দুর্ঘটনার তদন্তের মাঝেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যাত্রী সেই রুদ্ধশ্বাস মুহূর্তের ভিডিও শেয়ার করলেন (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)।

৬২ জন যাত্রী এবং পাঁচজন বিমান কর্মী নিয়ে প্লেন উড়েছিল। চেচনিয়ার রাজধানী গ্রজনীর দিকে যাওয়ার সময় আখটাও শহরে ভেঙে পড়ে বিমান।দুর্ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রাণে বাঁচার জন্য জীবিত যাত্রীরা তুমুল আর্তনাদ করে চলেছেন। কোনও কোনও যাত্রী বিমানের অবশিষ্ট অংশ থেকে বেরিয়ে আসার চেষ্টাও করছেন (যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। এয়ারলাইন্সের এক যাত্রী প্রায় দেড় মিনিট ধরে এই ভিডিও রেকর্ড করেন। রুশ সংবাদমাধ্যম ‘আরটি’-র একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন যাত্রীর মাথা থেকে রক্ত ঝরছে। কেউ কেউ বিমান থেকে নামার জন্য চিৎকার করছেন। ঝাঁকুনির তীব্রতা এতটাই ছিল যে প্রায় প্রত্যেকেই সিট থেকে পড়ে গেছেন। বিমান দুর্ঘটনার পর জরুরি অবতরণের ব্যর্থতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘন কুয়াশার কারণেই জরুরি অবতরণের চেষ্টা কি না, তা এখনও নিশ্চিত নয়। কেউ বলছেন মাঝ আকাশে এক ঝাঁক পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে, আবার কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির কারণেই জরুরি অবতরণের প্রয়োজনীয়তা হয়েছিল। প্রকাশ্যে আসা নয়া ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই।