বছর শেষে শীত উধাও, উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে 

উষ্ণতম বড়দিন কাটিয়ে বৃহস্পতি সকালেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গেই দিন শুরু করতে হলে দক্ষিণবঙ্গকে (South Bengal Weather)। পরপর পশ্চিমী ঝঞ্জায় আটকে গেছে উত্তুরে হাওয়া। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় শুক্রবার রাত থেকে বৃষ্টি (Rain) হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ৩০ বা ৩১ তারিখ নাগাদ ২ থেকে ৩ ডিগ্রি পারদ কমতে পারে যদিও তাতে জাঁকিয়ে শীত পড়বে না। কলকাতায় রাতের তাপমাত্রা (Kolkata Temperature) আরও একটু বাড়ল।এদিন সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে (Snowfall in Darjeeling)। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়িতে।