Tuesday, August 26, 2025

নতুন বছরের আগে সব রাজনৈতিক দলকে শুভেচ্ছা মমতার, আপ চাইছে কংগ্রেস-হীন I.N.D.I.A.!

Date:

Share post:

নতুন বছরের আগে সৌজন্য মুখ্যমন্ত্রী সব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সব রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানালেন তিনি। ইতিমধ্যেই মমতাকে ইন্ডিয়া-র মুখ করার দাবি উঠেছে জোটসঙ্গীর মধ্যে থেকে। সে বিষয়ে প্রশ্নের উত্তর না নিয়ে সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। আর যেদিন মমতা এই মন্তব্য করছেন, সেদিন দিল্লিতে কংগ্রেসকে (Congress) বাদ নিয়ে I.N.D.I.A. গড়ার পথে সাওয়াল করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এদিনব নবান্নের সাংবাদিক বৈঠকে কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি মুখ্যমন্ত্রী। I.N.D.I.A.-র প্রধান মুখ হোন মমতা বন্দ্যোপাধ্যায়- বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে এই দাবি উঠেছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মমতা। বলেন, “আমি সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই”।

কংগ্রেসের বিরুদ্ধে খড়্গহস্ত আপ। I.N.D.I.A. ঠিক মতো পরিচালনা করতে পারছে না কংগ্রেস, কাজের কাজ কিছুই হচ্ছে না, একের পর এক রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে বিরোধী প্রার্থীদের৷ কিছুদিন আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কলকাতায় বসেই I.N.D.I.A. পরিচালনা করতে পারবেন, বলে তৃণমূল সভানেত্রী স্পষ্ট জানান, সব বিরোধীদলকে সমান গুরুত্ব ও সম্মান দিয়েই জোট পরিচালনা করতে হবে৷ বর্ষীয়ান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির পরেও নিজেদের দাদাগিরির মনোভাবে কোনও পরিবর্তন করেনি কংগ্রেস৷ উল্টে I.N.D.I.A. শরিক আম আদমি পার্টিকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন একের পর এক কংগ্রেস নেতা৷  এতেই বেজায় ক্ষুদ্ধ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি চাইছেন I.N.D.I.A. থেকে কংগ্রেসকে বাদ দিয়ে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে একটি সামগ্রিক ঐক্যবদ্ধ জোট গড়ে তুলতে৷

দিল্লিতে আপ (APP) সূত্রের দাবি, এই বিষয়ে I.N.D.I.A.-র অন্যান্য দলের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন আপের শীর্ষ নেতারা৷  কোনওভাবেই কংগ্রেসের অপমান ও দাদাগিরি মানা হবে না, আপ-র তরফে জানানো হয়েছে সেকথা৷  এই ঘটনার জেরে প্রবল চাপে পড়েছে কংগ্রেস নেতৃত্ব৷ সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের মতাদর্শগত দূরত্ব তৈরি হয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপিও কংগ্রেসের উপরে ভয়ানক ক্ষুদ্ধ৷  এই পরিস্থিতিতে এবার বিরোধী শিবিরে রীতিমত একঘরে হয়ে যাওয়ার মত অবস্থা কংগ্রেসের৷

ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লির বিভিন্ন প্রান্তে আপ-র প্রার্থীদের বিরুদ্ধে প্রাথী ঘোষণা করেছে কংগ্রেস৷ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের ছেলে সন্দীপ দিক্ষিত৷ তিনিও আম আদমি পার্টিকে প্রবল নিশানা করেছেন৷ এক ধাপ এগিয়ে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তাকে ফর্জিওয়াল(মিথ্যেবাদী) বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন৷ তাঁর অভিযোগ, কেজরিওয়ালকে দিল্লিতে যতবার ‘মওকা’(সুযোগ) দেওয়া হয়েছে, ততবারই তিনি ‘ধোঁকা’ দিয়েছেন৷  ২০১৩ সালে আম আদমি পার্টিকে সমর্থন করা কংগ্রেসের বড় ভুল ছিল বলেও দাবি করেছেন অজয় মাকেন৷  এর পরেই আম আদমি পার্টির ক্ষোভ মাত্রাছাড়া হয়ে গিয়েছে৷  তাদের ইচ্ছে কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী সর্বভারতীয় বিরোধী জোট গড়া হোক৷ এই পরিস্থিতিতে কংগ্রেস শিবির কিভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এবং কোথাকার জল কোথায় গড়ায়, সেদিকেই এখন সবার নজর৷

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...