Sunday, August 24, 2025

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী! থানায় অভিযোগ দায়ের, পোস্ট সমাজমাধ্যমেও

Date:

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী। হাওড়ার পেনরো থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করেছেন মহিলা অফিসার শান্তি দাস বসাক (Santi Das Basak)। শান্তির স্বামী দীপাঞ্জন বসাক (Dipanjan Basak) অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁর খোঁজে সমাজমাধ্যমেও পোস্ট করেছেন ওই মহিলা অফিসার।

কলকাতার পুলিশ মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক (Santi Das Basak)। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। CID-তেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার।

শান্তির কথা অনুযায়ী, বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী দীপাঞ্জন। তার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। শুক্রবার সকালে হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। শান্তি জানান, “গত কয়েকদিন ধরে সব কিছুতেই যেন অনীহা ছিল ওর। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। কোনও কারণে মনখারাপ করে ছিল।“ মহিলা অফিসার জানান, প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছেন তিনি। রাজভবনেও জানানো হবে। স্বামী ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলেও জানান শান্তি দাস বসাক।

পুলিশে জানানোর পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে তার উপরে শান্তি লিখেছেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version