Sunday, November 2, 2025

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী! থানায় অভিযোগ দায়ের, পোস্ট সমাজমাধ্যমেও

Date:

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী। হাওড়ার পেনরো থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করেছেন মহিলা অফিসার শান্তি দাস বসাক (Santi Das Basak)। শান্তির স্বামী দীপাঞ্জন বসাক (Dipanjan Basak) অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁর খোঁজে সমাজমাধ্যমেও পোস্ট করেছেন ওই মহিলা অফিসার।

কলকাতার পুলিশ মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক (Santi Das Basak)। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। CID-তেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার।

শান্তির কথা অনুযায়ী, বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী দীপাঞ্জন। তার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। শুক্রবার সকালে হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। শান্তি জানান, “গত কয়েকদিন ধরে সব কিছুতেই যেন অনীহা ছিল ওর। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। কোনও কারণে মনখারাপ করে ছিল।“ মহিলা অফিসার জানান, প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছেন তিনি। রাজভবনেও জানানো হবে। স্বামী ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলেও জানান শান্তি দাস বসাক।

পুলিশে জানানোর পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে তার উপরে শান্তি লিখেছেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version