বিজয় হাজারে ট্রফিতে জয়ের দাপট অব্যাহত বাংলার । এদিন বরোদাকে হারাল ৭ উইকেটে । বাংলার হয়ে ব্যাট হাতে দাপট অনুষ্টুপ মজুমদার এবং সুমন্ত গুপ্তা । ৯৯ রানে অপরাজিত অনুষ্টুপ । ৬৯ রানে অপরাজিত সুমন্ত ।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২২৮ রান করে বরোদা। বরোদার হয়ে ব্যাট হাতে দাপট দেখান শাশ্বত রাওয়াত। ভানু পানীয়া করেন ৪২ রানে । নিনাদ করেন ২৮ রান। বাংলার হয়ে ৩ উইকেট নেন সায়ান ঘোষ এবং প্রদীপ্ত প্রামাণিক ।২ উইকেট নেন মুকেশ কুমার। ১ উইকেট নেন কৌশিক মাইতি ।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় পায় বাংলা । সৌজন্যে অনুষ্টুপ মজুমদার এবং সুমন্ত গুপ্তা । ৯৯ রানে অপরাজিত অনুষ্টুপ । ৬৯ রানে অপরাজিত সুমন্ত। তবে ব্যাট হাতে ব্যর্থ অভিষেক পোড়েল । ১৭ রান করেন সুদীপ ঘরামি । ৩২ রান করেন সুদীপ চট্টোপাধ্যায় । বরোদার হয়ে একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং মেরিওয়ালা।

আরও পড়ুন- এগিয়ে থেকেও হায়দরাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

–

—
–

—

–

—

–

—

–
