Sunday, May 4, 2025

এগিয়ে থেকেও হায়দরাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

Date:

আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল অস্কার ব্রুজোর দল । লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন জিকসন সিং ।

ক্লেইটন ম্যাজিকে জয়ের হ্যাটট্রিক পেয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গলের। তবে সেটা হতে দিলেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মনোজ মহম্মদ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষলগ্নে গোল করে হায়দরাবাদকে সমতা এনে দেন মনোজ। ম্যাচের ফল ১-১। শুরু থেকেই দারুণ লড়াই তুলে ধরেছিল হায়দরাবাদ। সুযোগও এসেছিল তাদের সামনে। তবে গোল পায়নি তারা।

মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী ও জিকসন সিংরা সেভাবে কার্যকরী ভূমিকা নিতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে ৬৪ মিনিটে গোল করেন সেই জিকসনই। ক্লেইটন সিলভার দারুণ ফ্রিকিক পোস্টে লেগে ফিরে এলে তা হেড করে গোলে ঢুকিয়ে দেন জিকসন। ১ গোলে এগিয়ে গেলেও, ব্যবধান বাড়ানোর তাগিদ সেভাবে দেখা যায়নি লাল-হলুদ ফুটবলাদের মধ্যে।

সে কারণেই দুই পয়েন্ট মাঠে ফেলে আসতে হল অস্কার ব্রুজোর ছেলেদের। ম্যাচের শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল পেয়ে যায় হায়দরাবাদ। কোরেয়ার পাস থেকে শটে গোল পান ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফুটবলার। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট আর ম্যাচ শেষের ১৫ মিনিট দল যে ভাল খেলতে পাররেনি তা মেনে নিয়েছেন অস্কার ব্রুজো।

এই ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে। অয়ালেক্স সাজির হাতে বল লাগলেও রেফারি যেমন ফ্রি কিক দেননি, তেমনভাবেই গোলকিপার আর্শদীপ পা উচিয়ে যেভাবে চড়াও হলেন ক্লেইটন সিলভার দিকে তা লাল কার্ড তো বটেই, পেনাল্টিও। রেফারি তা দেখতে পাননি। ফলে এক্ষেত্রে বঞ্চিত হয় লাল-হলুদ। ম্যাচের পর যদিও এ নিয়ে মন্তব্য করতে চান্নি অস্কার। তাঁর চিন্তা ক্লিনশিট রাখতে না পারা নিয়ে।

আরও পড়ুন- ব্যাট হাতে দাপট কনস্টাসের, অজি ক্রিকেটারকে নিয়ে কী বললেন বুমরাহ?

—

 

—

 

—

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version