বিশ্ব আবহাওয়া সংস্থা দিয়েছে কড়া সতর্কবার্তা। আগামী তিন মাসেই কী ভয়ঙ্কর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে লা নিনা? ঘটতে চলেছে আবহাওয়ার চরম রদবদল? জমছে আশঙ্কার কালো মেঘ।তবে এই বছর লা নিনার সম্ভাবনা এখনও ৫৫ শতাংশ বলেই পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এল নিনো এবং লা নিনা প্রতি বছর সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। এবারও বিশ্ব আবহাওয়া সংস্থা লা নিনা নিয়ে একটি বড় আশঙ্কাবাণী জানিয়েছে যার জেরে ঘুম উড়ে গিয়েছে গোটা বিশ্বের।
বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, আগামী তিন মাসে লা নিনা কার্যকর হতে পারে। আর তার জেরেই বদলে যেতে পারে আবহাওয়া। যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে এই বছর লা নিনার সম্ভাবনা এখনও পর্যন্ত ৫৫ শতাংশ।

–

–

–

–

–

–

,-

–

–

–
