বড়দিনের শীতের (Winter) আমেজ বদলালেও বর্ষশেষে ফিরবে ঠান্ডা। কিন্তু হাড় কাঁপানো শীত ফিরছে না এখনই। জানা যাচ্ছে ৩১ তারিখ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে কয়েকটি জেলায় ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। সোমবার থেকেই উত্তরবঙ্গে ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।

ডিসেম্বরের শেষে বরফে ঢেকেছে হিমাচল প্রদেশ। ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। দেশের অন্যান্য রাজ্যে শীতের দেখা মিললেও বাংলায় প্রভাব অনেকটাই কম। যদিও পশ্চিমী ঝঞ্জা এবং নিম্নচাপ কাটিয়ে কবে স্বমহিমায় শীতের ইনিংস কামব্যাক করে এখন সেটাই দেখার অপেক্ষা। হাওয়া অফিসের কর্তাদের মতে, সোমবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। রবির রাতে সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা।

–

–


–


–

–

–

–

–

–
