সর্বোচ্চ সীমার পরেও শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত শিক্ষা দফতরের

নতুন বছরের রাজ্য সরকারের (Government of West Bengal) পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মীদের জন্য সুখবর। শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বেতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তা বৃদ্ধি হবে। অর্থাৎ ইনক্রিমেন্ট হতে থাকবে। অর্থ দফতর থেকে সবুজ সংকেত আসার পরেই এই কথা জানিয়েছে শিক্ষা দফতর। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বার্ষিক সর্বোচ্চ ৬বার বেতন বৃদ্ধি হবে। স্কুলের অধিকাংশ শিক্ষক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।