Saturday, November 15, 2025

পয়লা জানুয়ারি তৃণমূলের ২৮-তম প্রতিষ্ঠা দিবস ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

জানুয়ারি প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (TMC foundation day celebration) । বর্ষবরণের মধ্যেই ঘাসফুল শিবিরের বার্ষিক অনুষ্ঠান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এ বছর ২৭ পেরিয়ে ২৮শে পা দিচ্ছে জোড়াফুল। তাই সোমবার ১ জানুয়ারি তৃণমূলের সৈনিকদের জন্য আরও এক শপথ-অঙ্গীকারের দিন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলায় জেলায়, ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে । রক্তদান শিবির থেকে শুরু করে সংস্কৃতিমুখর অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবস পালনের তোড়জোড় চলছে।১৯৯৮-এ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের পথ চলা। সেই দল আজ মহীরুহে পরিণত হয়েছে। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে পরপর তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল। টানা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সর্বস্তরের মানুষের কাছে তিনিই একমাত্র ভরসার স্থল। তাঁর উপরই মানুষ ভরসা রেখেছে। সেই দলের প্রতিষ্ঠা দিবসে গোটা বাংলা জুড়ে জেলায়-ব্লকে দিনটি পালিত হবে প্রবল উন্মাদনার সঙ্গে। কলকাতায় তৃণমূল ভবনে সোমবার সকাল ১০টায় দলের পতাকা উত্তোলন করবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন লড়াই-সংগ্রামের কাহিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। দলের সাংসদ-বিধায়ক-মন্ত্রী-সাংগঠনিক স্তরের সকলেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হবেন।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version