Sunday, May 4, 2025

আলুর দাম নিয়ে বেটিং! বেচারামের অভিযোগের প্রেক্ষিতে চক্র ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও রাজ্যে উৎপাদিত আলু বাইরে যাচ্ছে। এই বিষয়ে নবান্নের বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি বাজারে কেজি প্রতি আলুর দাম ৪০ টাকা ছুঁয়েছিল। এরপরই আলুর কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাজারে নজরদারির জন্য টাস্ক ফোর্সকেও নির্দেশও দেন। তারপরেও আলু বাইরে যাচ্ছে বলে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলুর দাম নিয়ে বেচারাম মান্নার (Becharam Manna) বেটিং-এর অভিযোগ খতিয়ে দেখে চক্র ভাঙার নির্দেশ রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন প্রশাসনিক বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না অভিযোগ করেন, “ক্রিকেটে যেমন বেটিং চলে, তেমন আলুতেও (Potato) একটা সিস্টেম আছে। এটাকে হোর্ডিং মার্কেট বলে। এরা মূলত কলকাতার দিকে যে আলুগুলে আসে সেই মার্কেটে এই কালোবাজারি করে। বর্ধমানের মেমারি, কালনার বুলবুলি তলা, গুগলির বুনচি, ভান্ডারিহাটি, তারকেশ্বর এলাকা থেকে এটা করা হয়। এরা মনোপলি রেট ঠিক করে। কালকে আলুর রেট কী হবে তারা আজ সন্ধেয় বসে ঠিক করে।”

অভিযোগ শুরু মুখ্যমন্ত্রী জানতে চান, এই চক্রে কারা রয়েছে? বেচারাম জানান, “ডিজি এবং মুখ্যসচিবকে তালিকা দিয়েছেন। ব্যবস্থা নিলে এই চক্র বন্ধ হয়ে যাবে।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “চক্র সরকার চালাবে না সরকার সরকার চালাবে?” মমতা বলেন, “বাজারে নতুন আলু উঠছে। এখনই অনেকে বলবে, কোল্ড স্টোরেজের আলু (Potato) বের করে দিন। আমি জানি, মেদিনীপুর ও গড়বেতার কিছু ব্যবসায়ী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাঁদের ধরুন, ব্যবস্থা নিন।” এরপরই ডিজি এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version