Thursday, August 28, 2025

মাত্র ১৫ হাজার টাকার জন্য হাতছাড়া কাম্বলির ফোন, যে কোনও সময় ছাড়তে হবে ফ্ল্যাট!

Date:

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিনোদ কাম্বলি। বুধবার ভারতের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক দুরবস্থা নিয়ে জোড়া তথ্য প্রকাশ্যে এসেছে। মাত্র ১৫ হাজার টাকা দিতে পারেন নি, তাই কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আই ফোন। এমনকি, তিনি যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণের ১৮ লক্ষ টাকা বকেয়া। তাই কেড়ে নেওয়া হতে পারে ফ্ল্যাটও।

গত ছ’মাস কাম্বলি ফোন ব্যবহার করছেন না। কারণ , নিজের ফোন খারাপ হয়ে যাওয়ায় সারাতে দিয়েছিলেন। খরচেরর ১৫ হাজার টাকা দিতে পারেন নি । তাই এখনও ফোন ফেরত পাননি।শুধু তাই নয়, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছেন, তারা যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। যে কোনও দিন সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হতে পারে তাদের।

জানা গিয়েছে, কাম্বলি এখন বোর্ডের থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা চালানোর খরচও ছিল না। হাসপাতালের মালিক কাম্বলির অনুরাগী হওয়ায় বিনামূল্যে চিকিৎসা করেন। আগামী দিনেও তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আরও অনেক অনুরাগী এগিয়ে এসেছেন কাম্বলিকে সাহায্য করতে।

দু’সপ্তাহ ভর্তি থাকার পর বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে কাম্বলিকে। মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল তার। পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বেধেছিল। আপাতত বিপদ নেই।
ভারতের এক দিনের দলের জার্সি পরে বেরোতে দেখা গিয়েছে তাকে। অনেক অনুরাগী অপেক্ষা করছিলেন বাইরে। কাম্বলি একটি ব্যাট হাতে তাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কাম্বলি ভালো আছেন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version