Saturday, November 15, 2025

প্রাথমিকে সেমিস্টার নয় ব্রাত্যকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত হবে সমন্বয়ের মাধ্যমে

Date:

আলোচনা ছাড়া সিদ্ধান্ত কেন, প্রাথমিকে সেমিস্টার পদ্ধতির বিজ্ঞপ্তি নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টা তিনি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। কেন আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও তোলেন মমতা। শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন কোনওভাবেই প্রাথমিকে সেমিস্টার চালু হবে না। এই ঘোষণা বাতিল করতে হবে।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।” শিক্ষামন্ত্রী জানান, এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরপর মমতা বলেন, সাংবাদিক বৈঠক হয়ে গেছে, সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়েছে। পাবলিক আগে থেকেই জেনে গেল। যা মেসেজ যাওয়ার চলে গেছে। কিন্তু এটা হবে না। তিনি বলেন, চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে কিছু একটা বলে দিলেই সেটা কার্যকরী হবে এই নিয়ম চলবে না। কলেজের নিয়ম স্কুলে চলবে না। মমতার কথায় স্কুল সংক্রান্ত কোনও পলিসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে প্রেসকে জানানোর আগে তাঁকে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পাশাপাশি খবরের সত্যতা যাচাই না করে তা প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা।

_

_

_

_

_

_

_

_

Related articles

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...
Exit mobile version