Thursday, August 28, 2025

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব স্কুলে ১১ দফা নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Date:

সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহে এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলে স্কুলে ১১ দফা নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের তরফ থেকে বেধে দেওয়া হয়েছে একগুচ্ছ নিয়ম। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে অনেকসময় শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে প্রশ্ন থাকে। তাই সেইসমস্ত বিভ্রান্তি দূর করতে প্রকাশ করা হয়েছে ১১ দফা গাইডলাইন।

কী কী রয়েছে গাইডলাইনে?

১) সমস্ত ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে চেকিং করতে হবে।

২) নজরদারি করতে হবে পরীক্ষা হলে।

৩) পরীক্ষার সময় প্রয়োজন হলে বিভিন্ন

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে।

৪) ঠিক মত উত্তরপত্র প্যাকেটিং হচ্ছে কিনা তা নজর রাখতে হবে।

৫) পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত বৈঠকে যোগ দিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের।

৬) পরীক্ষা নজরদারির দায়িত্ব পালন করতে হবে।

৭) পরীক্ষার সময়ে অন্য কোনও কাজ করা যাবে না।

৮) প্রয়োজনে প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

৯) এই নির্দেশ অমান্য হলে শাস্তি মূলক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ।

একনজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন

চলতি বছর প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

 

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version