Saturday, January 31, 2026

মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা চিহ্নিত, পরিবারের সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত!

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh ) স্মৃতিসৌধ কোথায় তৈরি হবে তা নিয়ে বিগত কয়েকদিনে কংগ্রেসের লাগাতার আক্রমণের জেরে অবশেষে কাজে নামলো কেন্দ্রীয় সরকার (Government of India)। প্রাথমিকভাবে তিনটি জায়গা বেছে নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রক (Department of Union Ministry) সূত্রে খবর। বর্ষীয়ান অর্থনীতিবিদের পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৬ ডিসেম্বর ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণের পর থেকেই তাঁর শেষকৃত্য ও স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই ইস্যুতে NDA সমর্থিত সরকারকে লাগাতার চাপে ফেলে রাখছে কংগ্রেসসহ বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং সিপিডব্লুডি (CPWD)-র বৈঠকে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে। একতা স্থল, বিজয় ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থলের মধ্যে যেকোনও একটা জায়গায় সৌধ তৈরি করা হতে পারে। এক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন, তা ঠিক করার এক্তিয়ারও সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে মনমোহনের পরিবারের উপরেই।

তিনটি জায়গার মধ্যে একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিংয়ের সমাধি। রাজঘাট সংলগ্ন বিজয় ঘাটে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি তৈরি করা হয়। আর রাষ্ট্রীয় স্মৃতিস্থল দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ জননেতাদের স্মৃতিসৌধ তৈরির জন্যই বরাদ্দ। সূত্রের খবর, বিজয় ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থল সংলগ্ন এলাকার মধ্যেই কোন একটিকে চূড়ান্ত করা হতে পারে।প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া নিয়েও আলোচনা হচ্ছে কেন্দ্রের শীর্ষস্তরে।

 

spot_img

Related articles

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...

উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Massive fire) ছাইয়ের স্তূপ থেকে শনিবার ভোরে উদ্ধার হল আরও দুজনের ঝলসানো দেহ। এই নিয়ে...

বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

বাংলার মানুষকে দেওয়ার জন্য ভাঁড়ার শূন্য বিজেপির। নিজেদের খামতি ঢাকতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতা থেকে মোদি-শাহ। এবার কলকাতার...