Saturday, August 23, 2025

কাকদ্বীপের পরে ঘোড়ামারায় বিরল নীল তিমি! বিস্মিত বিশেষজ্ঞরা, সাবধানে ফেরাল বন দফতর

Date:

মুড়িগঙ্গা বিশালাকৃতির নীল তিমি (Blue Whale)! দেখা তাজ্জব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। প্রথমে সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় ওই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বিরল প্রাণি দেখতে গ্রামবাসীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে প্রায় ১৫ জন মিলে তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। গায়ে জল লাগতেই আবার নদীতে চলে যায় নীল তিমি (Blue Whale)।

বৃহস্পতিবার কাকদ্বীপের (Kakdwip) শিবকালীনগর এলাকায় একটি খাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই নীল তিমি আর যা দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকেরা। অতীতে কখনও এই এলাকায় দেখা যায়নি। মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি কোথা থেকে এল তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকী এই নদীতে এত বড় প্রাণী দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীদের অনুমান, ওই সামুদ্রিক প্রাণীটি অসুস্থ থাকার কারণে উপকূলে চলে এসেছে।

প্রধানত এরা পূর্ব প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এই অংশেই বেশি দেখতে পাওয়া যায়। কোনওভাবেই গঙ্গাসাগর ঘোড়ামারা অথবা কাকদ্বীপে এই নীল তিমি থাকার কথা নয়।

বিশেষজ্ঞদের মতে, নয় ওই নীল তিমিটি দলছুট হয়ে পড়েছে। অথবা লবণাক্ত জলের তারতম্যের কারণে কোনওভাবে সুন্দরবনের এই অংশে ঢুকে এসেছে। অবশেষে গভীর রাতে বনদফতরের আধিকারিক ও কাকদ্বীপ প্রশাসন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই তিমি মাছটিকে উদ্ধার করে জালের মধ্যে আটকে জলের মধ্যে দিয়ে লঞ্চে বেঁধে গভীর সমুদ্রে ছাড়ার ব্যবস্থা করেন।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version