Monday, November 3, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নতুন নেতা খোঁজা শুরু বোর্ডের, টেস্টের পর কি একদিনের ক্রিকেট থেকেও যাচ্ছে রোহিতের নেতৃত্ব ?

Date:

Share post:

সিডনি টেস্টে নেই তিনি। তাঁর বদলে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। হ্যাঁ ঠিকই ধরেছেন, যার কথা বলা হচ্ছে, তিনি আর অন্য কেউ নন তিনি হলেন রোহিত শর্মা। পঞ্চম টেস্ট থেকে পড়েছেন বাদ। তবে রোহিতকে বাদ দেওয়া হল নাকি ‘বিশ্রাম’ নিলেন, সেই নিয়ে চলছে তুমুল জল্পনা। এরই মাঝে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজেই টেস্ট ক্রিকেটে দাড়ি পড়তে চলেছে রোহিতের। আর এবার সূত্রের খবর, একদিনের ক্রিকেটে নেতৃত্ব হারাতে চলেছে রোহিত। খোঁজা হচ্ছে নতুন নেতা । যার শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

সূত্রের খবর, বিসিসিআই এখন থেকেই নতুন অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে নাম উঠে আসছে তিন ক্রিকেটারের। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। তবে এই তিন ক্রিকেটারের মধ্যে এগিয়ে হার্দিক। হার্দিকের ‘চাপ সামলানো’র দক্ষতার জন্যই তাঁকে এগিয়ে রাখা হচ্ছে বলে খবর। এছাড়াও, বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে তাই হার্দিকই এগিয়ে রয়েছেন এক দিনের দলের অধিনায়ক হওয়ার দৌড়ে। সূত্রের খবর , রোহিত দেশে ফিরে অবসর নিলে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিককে দেখা যেতে পারে অধিনায়ক হিসাবে।

এই নিয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেন, “ চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। অধিনায়ক হিসাবে অভিজ্ঞ এবং দক্ষ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় হার্দিককে অধিনায়ক করা যেতেই পারে। শুভমনও অধিনায়ক হতে পারে। তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে। কিন্তু এক দিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব ভাল নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্যও ভাল হবে।”

জানা যাচ্ছে, ১২ জানুয়ারির মধ্যে প্রত্যেকটি দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল জানাতে হবে। আর সূত্রে খবর, ভারতের চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে ১১ জানুয়ারি। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনও চাপ দেওয়া হবে না। তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না রোহিতকে।

আরও পড়ুন- কেন সিডনি টেস্টে নেই রোহিত? ভিন্ন ব্যাখ্যা বুমরাহ-পন্থের

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...