Wednesday, December 17, 2025

নতুন রাজ্যপালের শপথেই উত্তপ্ত মনিপুর, পাথর বৃষ্টিতে আহত পুলিশ সুপার

Date:

Share post:

শুক্রবারই মনিপুরের রাজ্যপাল পদে শপথ নিলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা (Ajay Bhalla)। আর সেই সঙ্গেই শুরু জনজাতির উপর কেন্দ্রীয় বাহিনী প্রয়োগের তৎপরতা। প্রতিবাদে কুকি গোষ্ঠীর ধর্মঘট ঘিরে রণক্ষেত্র মনিপুরের (Manipur) কাংপোকপি জেলা। কেন্দ্রীয় বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে পাথর বৃষ্টি (stone pelting) জনজাতির মানুষের। পাথরে আহত কাংপোকপির পুলিশ সুপার (SP, Kangpokpi)। এই ঘটনার পরে মনিপুরে ফের একবার কেন্দ্রের সঙ্গে জনজাতি গোষ্ঠীর সংঘাতের পথ প্রশস্ত হওয়া শুরু।

বছরের শেষ দিনে মনিপুরে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিং (N Biren Singh) ক্ষমা চেয়েছেন রাজ্যের মানুষের কাছে। এরপরই শুক্রবার অমিত শাহের দফতরের প্রাক্তন সচিবকে মনিপুরের রাজ্যপাল হিসাবে পাঠিয়ে শপথের প্রক্রিয়া সম্পন্ন করে বিজেপি শাসিত কেন্দ্রের সরকার। এর সঙ্গেই কাংপোকপি (Kangpokpi) জেলার সইবল গ্রামে জোর করে কেন্দ্রীয় বাহিনীর সিএপিএফ (CAPF) জওয়ানদের নিয়োগের অভিযোগ তোলে স্থানীয় জনজাতিগুলি। তাদের দাবি, জোর করে তাদের বাঙ্কারে প্রবেশ থেকে বাঙ্কার ভেঙে দেওয়ার মতো অত্যাচার শুরু করে কেন্দ্রীয় বাহিনী। মহিলাদের উপর অত্যাচারেরও অভিযোগ তোলা হয়।

বৃহস্পতিবার থেকে জাতীয় সড়ক অবরোধ করে ধর্মঘটের পথে যায় কমিটি অফ ট্রাইবাল ইউনিটি (Committee of Tribal Unity)। স্থানীয় জনজাতিগুলি সেই ধর্মঘটকে সমর্থন জানায়। বন্ধ হয়ে যায় দুই নম্বর জাতীয় সড়ক (NH-2) দিয়ে ইম্ফল-ডিমাপুর যোগাযোগ। কিন্তু অবরোধে কাজ না হওয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ফের অস্ত্র হাতে শুক্রবার পথে নামতে দেখা যায় কুকি (Kuki) জনজাতির মানুষদের। কাংপোকপির ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভবনের দিকে হামলা চালাতে গেলে পথ আটকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপরই এক নাগাড়ে পাথর বৃষ্টি, এমনকি পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ ওঠে কুকিদের পক্ষ থেকে।

ঘটনায় মাথায় আঘাত লাগে পুলিশ সুপার মনোজ প্রভাকরের। তবে এরপরেও অশান্তি থামেনি কাংপোকপি জেলা জুড়ে। সইবল গ্রাম থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে অনড় থাকে তারা। প্রতিবাদে গুরুত্বপূর্ণ দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অর্থনৈতিক অবরোধই পথ বলে জানানো হয় কমিটি অফ ট্রাইবাল ইউনিটির পক্ষ থেকে।

spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...