‘বিতর্কিত কিছু নেই’, রবিবার সিডনিতে স্যান্ডপেপার বিতর্ক উস্কে দিলেন কোহলি

সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষেই গুজব ছড়িয়েছিল অস্ট্রেলিয়ার কিছু সমর্থক।

ভারতকে হারিয়ে ইতিমধ্যে বর্ডার-গাভাস্কর ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তবে বর্ডার-গাভাস্কর ট্রফি মানেই বিতর্ক। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ম্যাচের তৃতীয় অর্থ্যাৎ রবিবার দেখা দিল স্যান্ডপেপার বিতর্ক। সৌজন্যে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন তিনি এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যা ছয় বছর আগে সেই স্মৃতি উস্কে দিয়েছেন। যদিও অজি সমর্থকদের পাল্টা দিতে চেয়েই কোহলি এই কাজ করেছেন বলে খবর। স্যান্ডপেপার বিতর্ক অস্ট্রেলিয়ার ক্রিকেটে কলঙ্কজনক অধ্যায়।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষেই গুজব ছড়িয়েছিল অস্ট্রেলিয়ার কিছু সমর্থক। একটি ভিডিও শেয়ার করে তাদের দাবি ভারতীয় ক্রিকেটাররা জুতোয় কিছু একটা নিয়ে মাঠে নেমেছে। সেটিকে স্যান্ডপেপার বলেও উল্লেখ করা হয়। তৃতীয় দিন তারি পালটা দেন বিরাট। স্টিভ স্মিথের আউটের পর পকেটে হাত ঢুকিয়ে তিনি দেখান যে সেখানে কিছু নেই। ঋষভ পন্থের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পকেটে হাত ঢুকিয়ে দেন বিরাট। পকেটে বার করে এনে বোঝান যে সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভিতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে বোঝান সেখানেও কিছু নেই। এরপরে হাত নাড়িয়ে বুঝিয়েও দেন যে সঙ্গে বিতর্কিত কিছু নিয়ে নামেননি। যারা গুজব ছড়াচ্ছিল, তাদের মুখ বন্ধ করার জন্য যে এই আচরণ তা স্পষ্ট। সেই সঙ্গে উসকে দিলেন স্যান্ডপেপার বিতর্ক।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালের সিরিজে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্‌ট নির্বাসিত হয়েছিলেন।

আরও পড়ুন- তাঁর নামেই সিরিজ, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না গাভাস্কর, দিলেন ক্ষোভ উগরে