দোষীরা শাস্তি পাবেই। মালদহে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে গিয়ে আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার, মালদহের মহানন্দাপল্লিতে নিহত তৃণমূল নেতার বাড়িতে যান চন্দ্রিমা। দেখা করেন নিহত নেতার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের।

চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আর্জি জানান চৈতালি সরকার। কথা বলেন বাবলা সরকারের একমাত্র ছেলে অভিনব সরকারও।তাঁর লেখাপড়ার খোঁজখবর নেন মন্ত্রী।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। দল তাঁর পরিবারের পাশে রয়েছেন। পরিবারের পাশে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। কেউ ছাড় পাবেন না। দোষীরা শাস্তি পাবেই।

গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা দুলাল তথা বাবলা সরকার। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুইজনের বিরুদ্ধে পুরস্কার অর্থ ঘোষণা করে তদন্তের কিনারা করতে চাইছে মালদহ জেলা পুলিশ।


আরও পড়ুন- পঞ্চম দিনে নয়া রেকর্ড গরিবের ‘সঞ্জীবনী’ সেবাশ্রয়ে

_

_

_

_

_

_

_