Thursday, August 28, 2025

কাজিরাঙায় জঙ্গল সাফারিতে গিয়ে জিপ থেকে গন্ডারের মুখে পড়ল মা-মেয়ে!

Date:

কখনও কল্পনাও করেননি যে এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। শীতের মরশুমে অনেকেই বেরিয়ে পড়েছেন পাহাড় অথবা জঙ্গলে ঘুরতে। আর সেই জঙ্গলে গিয়ে অনেকেই জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করেন।কিন্তু জঙ্গল সাফারিতে গিয়ে এবার জিপ থেকে পড়ে গেলেন মা ও একরত্তি মেয়ে।জানলে চমকে যাবেন যে তারা যেখানে পড়লেন সেখানে দাঁড়িয়ে ছিল একশৃঙ্গ গন্ডার। আর গন্ডারের মুখে পড়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান মহিলা। আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাদের। এই হাড়হিম করা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যদিও ওই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এই শিহরণ তোলা ঘটনাটির ঘটনাস্থল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে এই একশৃঙ্গ গন্ডার বেশি দেখা যায়। আর এটা এখানে বিখ্যাতও। তাই পর্যটকরা এখানে তা দেখতে ভিড় করেন। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক জঙ্গল সাফারি করতে এই কাজিরাঙা জাতীয় উদ্যানে আসেন। সম্প্রতি এখানেই একটি পর্যটকদের দল এসেছিল। আর সেখানে জঙ্গল সাফারি করতে গিয়েই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, এই কাজিরাঙা জাতীয় উদ্যানের জঙ্গলে তিনটি গাড়ি নিয়ে প্রবেশ করার সময় বিপত্তি ঘটে। রাস্তার বাঁকে ওই গাড়ি থেকে পড়ে যান এক মহিলা ও তার একরত্তি কন্যা। আর তারা পড়ে গিয়ে সামলে উঠে দেখেন তাদের সামনেই দাঁড়িয়ে আছে একটি একশৃঙ্গ গন্ডার। বিপদ বুঝতে পেরে এবং প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার জুড়ে দেন তারা। ওই শিশুকন্যা কান্না জুড়ে দেয়। তখন ওই চেঁচামেচি এবং কান্নার আওয়াজ শুনে গন্ডার রাস্তা বদলে অন্যদিকে চলে যায়। এই ভিডিয়োই এখন প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে চর্চা।

গন্ডারটি চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আবার গাড়িতে চড়েন ওই মহিলা। কাজিরাঙা প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাফারির সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।এই ঘটনার পর বাড়তি সতর্ক প্রশাসন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version