Wednesday, November 12, 2025

নতুন রেকর্ড গড়ল খাদি মেলা, পর্ষদের প্রাথমিক রিপোর্টে নজরকাড়া সাফল্য

Date:

খাদি সামগ্রীর ব্যবসা এবার নতুন রেকর্ড গড়ল বাংলায়। এবার মেলায় ব্যবসা হল প্রায় সাড়ে সাত কোটি টাকার। যা গত পাঁচ বছরে রেকর্ড। এই বিপুল পরিমাণ ব্যবসায় রাজ্য খাদি বোর্ডের আধিকারিকরা উচ্ছ্বসিত।

এবার খাদি মেলায় যে পরিমাণ বিক্রিবাটা হয়েছে, তা দেখে আধিকারিকেরা মনে করছেন বাংলার আম জনতার মধ্যে খাদি সামগ্রীর চাহিদা বাড়ছে। আবার মানুষ খাদি পোশাকের দিকে ঝুঁকছেন।

দক্ষিণ কলকাতার তালতলা মাঠে গত ১৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কুড়ি দিনভর খাদি মেলা বসেছিল। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে এবারের মেলায় ছিল নজরকাড়া ভিড়। সেই ভিড় টাকি অনুমান করা হয়েছিল এবার ব্যবসার পরিমাণ অনেকটাই বেশি হবে। মেলা শেষে পর্যদের একটি রিপোর্ট তৈরি করে। প্রাথমিক সেই রিপোর্টেই দেখা যায়, এ বছর মেলায় খাদির বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে ৭ কোটি ২৮ লক্ষ টাকার। আধিকারিকদের অনুমান, পূর্ণাঙ্গ রিপোর্টে টাকার এই অঙ্ক আরও বাড়বে। রাজ্য খাদি মেলায় এবারের বিক্রি বাটা গত ৫ বছরের মধ্যে সর্বাধিক, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের কর্তারা।

পর্ষদ জানিয়েছে, গত পাঁচবছরে খাদি মেলায় বিক্রয়ের অঙ্ক ছিল ৬ কোটি টাকার আশেপাশে। এবার তা বেড়ে সোয়া সাত কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। নিঃসন্দেহে এটি একটি রেকর্ড! আধিকারিকরা আরো জানান,খাদির পোশাকের পাশাপাশি এবার মেলায় সিল্কের শাড়ির চাহিদা ছিল বেশি। তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল ও নলেন গুড়ের বিক্রিও হয়েছে অনেকটাই বেশি। এই মেলার মাধ্যমে রাজ্যের মানুষকে উন্নতমানের খাদি সামগ্রীর প্রতি আকৃষ্ট করতে পেরে খুশি রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ‌‌। তিনি বলেন, এবার রাজ্য খাদি মেলাতেও আমরা চেষ্টা করেছি সব বয়সিদের জন্য খাদির জামাকাপড় রাখতে। এবার আশাতীত বিক্রি হয়েছে। শুধু কলকাতা নয় জেলাগুলিতে খাদি মেলায় এবার দারুণ ব্যবসা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম জেলা।

আরও পড়ুন-  SSC চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, সিবিআই রিপোর্ট চাইল শীর্ষ আদালত

 

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version