Sunday, August 24, 2025

সেবাশ্রয়কে ঘিরে মানুষের ঢল, ৫ দিনে পরিষেবা ৫৮ হাজার ছাড়াল

Date:

Share post:

ক্রমেই ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে সেবাশ্রয়। ৫ দিনে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির বদলে দিয়েছে ডায়মন্ড হারবারবাসীর জীবন। ষষ্ঠদিনেও সেবাশ্রয়কে ঘিরে মানুষের ঢল। প্রথম পাঁচ দিনে ৫৮ হাজার মানুষ পরিষেবা পেয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। তার মধ্যে বিনামূল্যে ৩২ হাজারেরও বেশি ডায়াগনস্টিক টেস্ট ও ওষুধ বিতরণ করে রেকর্ড গড়ে ফেলল ‘সেবাশ্রয়’!

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ এই ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় সেই স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই অর্ধেক জার্নি পার করে ফেলল। সেইসঙ্গে অর্জন করে ফেলল নজিরবিহীন সাফল্য। যা ইতিমধ্যেই এক বিশ্বরেকর্ডের সমতুল্য বলে বিবেচিত হচ্ছে।

পাঁচ দিনের পরিসংখ্যান বলছে,‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে এখন পর্যন্ত ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এর মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার একদিনে রেকর্ড সংখ্যক ১৮,৭৭৫ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন, ৮,৮৯৫টি ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, ৮,৮৬২ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ৩০২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ। ‘সেবাশ্রয়’ দ্রুত বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক উদ্যোগের একটি কেস স্টাডি হিসেবে উঠে এসেছে। এর লক্ষ্য প্রান্তিক মানুষের জন্য একটি লাইফলাইন হয়ে ওঠা এবং প্রমাণ করা যে, মানবতার সেবাই সর্বোচ্চ ধর্ম।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...