Sunday, May 4, 2025

শুধু ডায়মন্ড হারবার নয়, সাংসদ অভিষেকের সেবাশ্রয় পাশে দাঁড়ালো জলপাইগুড়ির শিশুর

Date:

মাত্র ৭ দিনেই মানুষের পাশে দাঁড়ানোয় জনপ্রিয়তার শীর্ষে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় ক্যাম্প। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা ঠিক কতটা সপ্তম দিনে দেখালো সেবাশ্রয়, যেখানে ডায়মন্ড হারবার পর্যন্ত পরিষেবার জন্য ছুটে এলেন জলপাইগুড়ির এক পরিবার। পেলেন বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি। সেবাশ্রয়ের সেবা ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল উত্তরবঙ্গেও।

জলপাইগুড়ির মূক ও বধির একটি শিশুকে নিয়ে তার বাবা-মা বুধবারে ডায়মন্ড হারবার আসেন। চিকিৎসক ওই শিশুটির একটি ছোট অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেবাশ্রয় ক্যাম্প থেকে সেই অস্ত্রোপচার বিনামূল্যে পাওয়ার প্রতিশ্রুতি পান জলপাইগুড়ির ওই পরিবার। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা জেনে ডায়মন্ড হারবারে এসে যে পরিষেবা পেয়েছে ওই পরিবার তাতে তাঁরা আপ্লুত বলে জানান।

তবে শুধু জলপাইগুড়ির ওই শিশু নয়, বুধবার সপ্তম দিনের চিকিৎসা পরিষেবা শিবিরে তৈরি হলো নতুন মাইল ফলক। যেখানে মাত্র ৭ দিনে পরিষেবা দেওয়া হল এক লক্ষ মানুষকে। ৯ বছরের একটি শিশু বিনামূল্যে দ্রুত হার্টের চিকিৎসার প্রতিশ্রুতি পায়। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে সময়ানুবর্তী চিকিৎসা দেওয়া হয়। আবার দুর্ঘটনায় আহতকে দ্রুত রেফারের ব্যবস্থা করা হয়।

এদিন এই ক্যাম্পে ডায়মন্ড হারবারে সাত বছরের একটি শিশুকে নিয়ে আসা হয় যে ভুলবশত একটি ৫ টাকার কয়েন গিলে ফেলেছিল। ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে রেফারের মাধ্যমে দ্রুত বিপদমুক্ত হয় শিশুটি। এরপরই তার পরিবার সংসদকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই ক্যাম্পের উপযোগিতার কথা তুলে ধরেছেন।

বুধবার ক্যাম্পে পরিষেবা পান ৩০,৪৮০ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ১০,১৮৩ জনকে। বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়তো ২৯৯ জনকে। বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় ১০,৭০৮ জনের। বুধবারের শিবিরে এই শিবির আয়োজনের উদ্দেশ্য অনেকাংশে সফল হওয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একটি উদ্যোগ প্রতিশ্রুতিবদ্ধ ও যত্নের সঙ্গে নিলে এভাবেই পার্থক্য তৈরি করে দেয়।

আরও পড়ুন- ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মারার অভিযোগ বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে

_

_

_

_

_

_

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version