বন্ধ বাড়ি থেকে উদ্ধার পাঁচজনের দেহ! মিরাটের রহস্যমৃত্যুতে হতভম্ব পুলিশ 

একই পরিবারের পাঁচজনের রহস্যজনক মৃত্যু মিরাটের (Mirat) লিসারি গেট এলাকায়। বন্ধ ঘরের ভিতরে থাকা বক্স খাট থেকে উদ্ধার তিন শিশুর দেহ! প্রাথমিক তদন্তে মৃতদের প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

গত বুধবার থেকে ওই পরিবারের কাউকে বাড়ি থেকে বেরোতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। ছাদ দিয়ে ঘরে ঢুকতেই চমকে ওঠেন পুলিশ আধিকারিকরা। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে দম্পতি। বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় তিন শিশু কন্যার দেহ। প্রত্যেকেরই বয়স দশ বছরের নীচে। পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।