Wednesday, August 20, 2025

বিধ্বংসী দাবানলে বিধ্বস্ত হলিউড! স্থগিত অস্কার, বাতিল সব সিনেমার প্রিমিয়ার

Date:

লস অ্যাঞ্জেলস (LA) জুড়ে শুধুই মৃত্যু মিছিল। দাবানলে (Wild Fire) পুড়ে ছাই কয়েক হাজার বাড়ি। প্রকৃতির রোষানলে হলিউড তারকাদের প্রাসাদোপম বাড়ি, পেন্টহাউস, বহুমূল্য গাড়ি। ঘর ছাড়া তারকারা। ভস্মীভূত আমেরিকা তথা বিশ্বের সবথেকে অভিজাত এবং বিত্তশালী হলিউড হিলসের বিস্তীর্ণ এলাকা। স্টুডিও সিটিকে ছুঁয়েছে লেলিহান শিখা, বিখ্যাত ডলবি থিয়েটারের (Dolby Theatre) অস্তিত্ব সংকটের মুখে। এহেন পরিস্থিতিতে আপাতত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Oscar ) অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কার নমিনেশনের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দীর্ঘদিন বৃষ্টিহীন LA জুড়ে শুষ্ক হাওয়ার ইন্ধনে প্রবল গতিতে ছড়াচ্ছে দাবানল। হলিউড বোল, TCL চাইনিজ থিয়েটার চোখে নিমেষে শেষ। সৌজন্যে সানসেট ফায়ার (Sunset Fire)। আবার লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল ফরেস্ট জুড়ে আগুনের তান্ডবলীলার নেপথ্যে লিডিয়া ফায়ার। গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী অ্যাড্রিয়েন ব্রডির বাড়ি পুড়ে ছাই।ভস্মীভূত গায়িকা অভিনেত্রী লিটন মিস্টারের বাড়ি। অস্কার, এমি, গোল্ডেন গ্লোব (Golden Globe) জয়ী অভিনেত্রী জেমি লি কারটিসের বাড়ি ও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। বেভারলি হিলসের গায়ে লেখা ‘HOLLYWOOD’ আর কতক্ষণ অক্ষত থাকবে, এখন সেটাই দেখার। পাঁচটি দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস কাউন্টি। ক্যালিফোর্নিয়া যেন শ্মশান। ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। উড়ছে ছয় শহর মৃত বেড়ে ১০। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভানোর প্রয়োজনীয় জলটুকু মিলছে না ক্যালিফোর্নিয়ায়। এখান থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুড়ে ছাই অন্তত হাজার দশেক বাড়ি। জরুরি অবস্থা জারি করে জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু হাওয়ার তীব্র গতিবেগ তীব্র এবং পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়ছে। প্রত্যেকেই বলছেন লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এটাই সবথেকে ভয়ংকর দাবানল যা ক্রমশ তীব্র আকার নিচ্ছে।

 

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...
Exit mobile version