কখনও জলে জঙ্গলে কখনও প্রকাশ্য লোকালয়ে, বছরের শুরু থেকেই লুকোচুরি খেলায় ব্যস্ত সুন্দরবনের (Sundarbans) রাজা। তবে শুক্রবারে সকালে স্বস্তিতে মৈপীঠবাসী। নিজের ডেরাতে ফিরেছে বাঘ-বাবাজি। নদীর পাড়ে মিলেছে বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, ফের গভীর জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়।

গত সোমবার থেকে কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। শুরু হয় খোঁজাখুঁজি, পৌঁছে যায় বিশেষজ্ঞ টিম। ফাঁদে পা না দিয়ে বুধে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) ফেরে জঙ্গলে। বৃহস্পতিবার মৈপীঠে ফের আগমন হয় বাঘের। নগেনাবাদে নদী সংলগ্ন এলাকায় মেলে পায়ের ছাপ।খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দফতরের এডিএফও (ADF, Forest Department) অনুরাগ চৌধুরী-সহ রেঞ্জার শুভায়ু সাহা ও অন্যান্যরা। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু হওয়ার মাঝেই বেগতিক দেখে ডোরাকাটা ফের জঙ্গলেই চলে গেছে বলে অনুমান বন কর্মীদের। শুক্রবার সকালে নদীর পাড়ে বাঘের পায়ের টাটকা ছাপ দেখে এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। কিন্তু এভাবে বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন মৈপীঠ-সহ (maipith) কুলতলি এলাকার বাসিন্দারা।

–

–

–

–

–

–

–

–
