Thursday, August 28, 2025

‘আবগারি নীতির জেরে ক্ষতি ২০২৬ কোটি’! সিএজি রিপোর্টে আপ শিবিরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বিজেপির

Date:

দিল্লিতে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠে আম আদমি পার্টির বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে বিজেপি৷ এবার দিল্লি ভোটের মাত্র তিন সপ্তাহ আগে রাজধানীর ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে সিএজি রিপোর্ট৷ এই সিএজি রিপোর্ট ঘিরে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে দিল্লিতে।

মোদি সরকারের অধীনস্থ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-র তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের আবগারি নীতির জন্য সরকারি কোষাগারের ২০২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে৷ আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ৷ তার আগেই যেভাবে এই রিপোর্ট সামনে এসেছে এবং বিজেপির নেতারা চিত্‍কার শুরু করেছেন, তাতে তাদের ষড়যন্ত্রকারী অভিসন্ধিই স্পষ্ট হয়েছে বলে আম আদমি পার্টির সূত্রে শনিবার দাবি জানানো হয়েছে৷

তবে এই রিপোর্টকে কার্যত তুলোধোনা করেছে আপ শিবির৷ দলের বর্ষীয়ান সাংসদ সঞ্জয় সিং-র প্রশ্ন, এতদিন সিএজি রিপোর্ট প্রকাশিত হয়নি কেন ? দিল্লি ভোটের আগে এই রিপোর্ট এল কোথা থেকে ? আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিপোর্টকে সুকৌশলে সামনে আনা হচ্ছে৷ আমাদের প্রশ্ন, এই রিপোর্ট কি বিজেপির অফিসে তৈরি হয়েছে ? তা না হলে বিজেপির নেতারা এই রিপোর্ট নিয়ে এত লাফালাফি করছেন কেন ? দিল্লি বিধানসভায় যে রিপোর্ট পেশ করা হয়নি, তা নিয়ে এত প্রশ্ন তোলার কি অর্থ ?

এর পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে, ফের অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি৷ শনিবার এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে বর্ষীয়ান আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, বিজেপি কত বড় দুর্নীতিগ্রস্ত দল এবং দিল্লির ভোটার তালিকা নিয়ে তারা কিভাবে কারচুপি করছে তার প্রমাণ মিলছে সহজেই৷ লোকসভা ভোটের আগে বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মার সরকারি আবাসে মাত্র চারজন ভোটার ছিল৷ এখন এই ঠিকানায় ৩৩ জন ভোটারের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে৷ লেডি হার্ডিঞ্জ কলেজের স্টাফ কোয়ার্টারে তখন মাত্র ৫টি ভোট থাকলেও এখন সেখানে ৪৪টি ভোট সংযুক্ত করণের আবেদন করা হয়েছে৷

আরও পড়ুন- ‘বিকাশ-বাধা’ কাটুক ১৬ তারিখেই: আদালতকে আবেদন চাকরিপ্রার্থী ও রাজ্যের

_

_

_

_

_

_

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version