Wednesday, December 17, 2025

‘আবগারি নীতির জেরে ক্ষতি ২০২৬ কোটি’! সিএজি রিপোর্টে আপ শিবিরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বিজেপির

Date:

Share post:

দিল্লিতে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠে আম আদমি পার্টির বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে বিজেপি৷ এবার দিল্লি ভোটের মাত্র তিন সপ্তাহ আগে রাজধানীর ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে সিএজি রিপোর্ট৷ এই সিএজি রিপোর্ট ঘিরে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে দিল্লিতে।

মোদি সরকারের অধীনস্থ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-র তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের আবগারি নীতির জন্য সরকারি কোষাগারের ২০২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে৷ আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ৷ তার আগেই যেভাবে এই রিপোর্ট সামনে এসেছে এবং বিজেপির নেতারা চিত্‍কার শুরু করেছেন, তাতে তাদের ষড়যন্ত্রকারী অভিসন্ধিই স্পষ্ট হয়েছে বলে আম আদমি পার্টির সূত্রে শনিবার দাবি জানানো হয়েছে৷

তবে এই রিপোর্টকে কার্যত তুলোধোনা করেছে আপ শিবির৷ দলের বর্ষীয়ান সাংসদ সঞ্জয় সিং-র প্রশ্ন, এতদিন সিএজি রিপোর্ট প্রকাশিত হয়নি কেন ? দিল্লি ভোটের আগে এই রিপোর্ট এল কোথা থেকে ? আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিপোর্টকে সুকৌশলে সামনে আনা হচ্ছে৷ আমাদের প্রশ্ন, এই রিপোর্ট কি বিজেপির অফিসে তৈরি হয়েছে ? তা না হলে বিজেপির নেতারা এই রিপোর্ট নিয়ে এত লাফালাফি করছেন কেন ? দিল্লি বিধানসভায় যে রিপোর্ট পেশ করা হয়নি, তা নিয়ে এত প্রশ্ন তোলার কি অর্থ ?

এর পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে, ফের অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি৷ শনিবার এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে বর্ষীয়ান আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, বিজেপি কত বড় দুর্নীতিগ্রস্ত দল এবং দিল্লির ভোটার তালিকা নিয়ে তারা কিভাবে কারচুপি করছে তার প্রমাণ মিলছে সহজেই৷ লোকসভা ভোটের আগে বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ পরবেশ ভার্মার সরকারি আবাসে মাত্র চারজন ভোটার ছিল৷ এখন এই ঠিকানায় ৩৩ জন ভোটারের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে৷ লেডি হার্ডিঞ্জ কলেজের স্টাফ কোয়ার্টারে তখন মাত্র ৫টি ভোট থাকলেও এখন সেখানে ৪৪টি ভোট সংযুক্ত করণের আবেদন করা হয়েছে৷

আরও পড়ুন- ‘বিকাশ-বাধা’ কাটুক ১৬ তারিখেই: আদালতকে আবেদন চাকরিপ্রার্থী ও রাজ্যের

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...