Saturday, August 23, 2025

জন্মদিবস নয়, স্বামীজির ‘আবির্ভাব দিবসে’ সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

Date:

প্রতি বছরের মতো স্বামীজির জন্মবার্ষিকীতে যুগনায়কের পৈতৃক ভিটেয় শ্রদ্ধা জানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সেখানে স্বামীজির আদর্শকে সামনে রেখে সমাজ গঠনের বার্তা দেওয়া পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে স্বামীজির (Swami Vivekananda) সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে তুলে ধরার কথা বলেন।

সিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত মহারাজদের সঙ্গে স্বামীজির বাড়ি পরিদর্শনের পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তিনি জানান, স্বামীজির পৈতৃক ভিটায় প্রতিবছরই মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসি। প্রতিবছরের মতো এবছরও আমাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ করে দিয়েছেন। স্বামীজির নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, বাণি আজকের এই সময়েও তাৎপর্যপূর্ণ এবং জীবনের প্রতিটি ধাপেই প্রযোজ্য।

১২ জানুয়ারি দিনটির তাৎপর্য বলতে গিয়ে অভিষেক বলেন, আমি স্বামীজির জন্ম দিবস বলব না। জন্ম তাঁদের হয় যাঁদের কোনও না কোনও সময়ে মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলি। স্বামীজি (Swami Vivekananda) আজও আমাদের মধ্যে রয়েছেন। তাঁর ভাবনা চিন্তা দ্বারা অমর এবং অবিনশ্বর। এই দিনটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথাও স্মরণ করান তিনি। তাঁর কথায়, ৪১ বছর আগে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস (Yuva Diwas) ঘোষণা করেছিল ১৯৮৪ সালে। ৪১ বছর পরে বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির (Swami Vivekananda) আদর্শকে সামনে রেখে বাণিকে সামনে রেখে দেশ গঠন সমাজ গঠনের যে কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে। মুখ্যমন্ত্রী করেছেন রাজ্যের এই পদক্ষেপ।

বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির পরে বারবার ধর্মীয় উস্কানিমূলক বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে। সেই পরিস্থিতিতে স্বামীজির আদর্শের কথা স্মরণ করিয়ে অভিষেক বলেন, স্বামীজি সর্ব ধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক। যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। আমরা যেন স্বামীজির সেই পথেই যেন থাকি। স্বামীজি বলেছিলেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version