Thursday, August 28, 2025

স্বনির্ভরতায় গতি আনতে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের সিদ্ধান্ত

Date:

রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabisyat Credit Card) প্রকল্পটি আরও ছড়িয়ে দিতে চায় রাজ্য সরকার (State Government)। সেই উদ্দেশ্যে এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ওই প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে শিল্পের সমাধান শিবির থেকে এবং অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabisyat Credit Card) জন্য আবেদন করা যায়। তবে শিল্পের সমাধান শিবির নিয়মিত না হওয়ায় এবং অনলাইন প্রক্রিয়ায় সড়গড় না হওয়ায় অনেক আগ্রহী প্রার্থী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই কারণেই চলতি মাসের শেষের দিকে রাজ্যের সাড়ে তিনহাজার বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে গোটা রাজ্যে ৩৫৬১টি বিএসকে চলছে। নতুন করে আরও ১৪৩১টি চালু হবে বলে খবর। ফলে ব্যবসা শুরুর জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে মানুষকে আর কোনওরকম ঝক্কি সামলাতে হবে না বলেই আশাবাদী প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করায় উৎসাহ দিতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য রাজ্য সরকারের গ্যারান্টিতে ব্যাঙ্ক থেকে সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩২ হাজারের বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version