Friday, November 7, 2025

বিজেপি বনাম বিজেপি! নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে আদিত্যনাথকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

বিজেপি বনাম বিজেপির লড়াই নতুন নয়৷ বহুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির একটি গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর ধুন্ধুমার লড়াই সামনে এসেছে৷ এই লড়াইয়েই নবতম সংযোজন, উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ানের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লড়াই৷

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অঙ্গুলিহেলনেই তাঁর জন্য প্রদত্ত ‘ওয়াই’ শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করেছে যোগী পুলিশ, এই মর্মে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন সঞ্জীব বলিয়ান নিজেই, দাবি দলীয় সূত্রের৷ এর পাশাপাশি সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তোপও দেগেছেন সঞ্জীব বলিয়ান নিজেই৷

কেন তাঁর ওয়াই শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করা হলো ? এই প্রশ্ন তোলার পাশাপাশি বলিয়ানের দাবি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয় প্রত্যাহারের পরে আমার কোনও ক্ষতি হলে তার পুরো দায় যোগী প্রশাসনের৷ এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট মনোভাবের তীব্র সমালোচনাও করেন তিনি৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যখন এমন আচরণ করছে যোগী রাজ্যের পুলিশ, তখন রাজ্যের সাধারণ অধিবাসীদের সঙ্গে তারা কেমন ব্যবহার করবে, তা সহজেই অনুমেয়, সাফ বলেছেন সঞ্জীব বলিয়ান৷ ঘটনা হল, নিরাপত্তা বলয় প্রত্যাহার ইস্যু নিয়ে সঞ্জীব বলিয়ানের মত প্রভাবশালী বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দ্বন্দ্ব বিজেপিকে ব্যাপক চাপে ফেলেছে৷ ঘরে ও বাইরে দু জায়গাতেই বিজেপির চাপ বাড়ছে, প্রবলভাবে৷

আরও পড়ুন- অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version