Monday, August 25, 2025

প্রয়াগের মহাকুম্ভে দুর্গাবন্দনার মন্ত্রোচ্চারণ, বেসরকারি টেন্টের অস্বাভাবিক ভাড়ায় মাথায় হাত পর্যটকদের

Date:

স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে (Maha Kumbh Mela 2025 in Prayagraj) মহিষাসুরমর্দিনীর বন্দনায় মেতে উঠলেন দেশ-বিদেশের পর্যটকরা। মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নান, প্রয়াগরাজ থেকে হরিদ্বার সর্বত্রই ভক্ত সমাগমে মুখরিত মকর সংক্রান্তি তিথি। তবে নজর কাড়লো ত্রিবেণী সঙ্গমে বিদেশি পর্যটকদের গলায় দুর্গাবন্দনার মন্ত্র। যত সময় গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে প্রয়াগরাজে। সরকারি ব্যবস্থাপনায় তৈরি তাঁবুতে স্থান সংকুলানের আশঙ্কায় বেসরকারি টেন্ট ভাড়া নিতে গিয়ে মাথায় হাত পর্যটকদের।

চলতি বছরে ১৪৪ বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়েছে। কুর্ম পূরাণ অনুযায়ী ৪ টি কুম্ভ মর্ত্যে এবং শেষ আটটি স্বর্গে আয়োজিত হয়। এটাই প্রচলিত বিশ্বাস।কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। স্বাধীন ভারতে এই প্রথম সেই বিরল যোগ এসেছে। তাই ধর্মীয় কারণে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। আজ পৌষ সংক্রান্তিতে প্রথম শাহি স্নান চলছে। মৌনী অমাবস্যায় (২৯ জানুয়ারি) দ্বিতীয় শাহি স্নান হবে। এরপর, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহি স্নান রয়েছে। ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পবিত্র তিথি এবং সর্বশেষ দিনটি হল, ২৬ ফেব্রুয়ারি। নিয়ম অনুসারে মহাশিবরাত্রিতে শেষ শাহি স্নান করবেন পুণ্যার্থীরা। মঙ্গলের সকাল থেকে বিভিন্ন আখড়ায় একাধিক সাধু সন্তের জমায়েতের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা মিলেছে। ধর্মীয়আচার অনুষ্ঠান চলাকালীন শোনা গেল মহিষাসুরমর্দিনীর স্তোত্র উচ্চারণ। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভের ‘অমৃত স্নান’। সোশ্যাল মিডিয়ায় সেই স্নানের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তবে তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত টেন্টের ব্যবস্থা করার কথা প্রশাসনের তরফে বলা হলেও, ভিড়ের ঠেলায় সেখানে জায়গা না পাওয়ার আশঙ্কা করছেন অনেকে। যাঁরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছেন তাঁদের কোনও সমস্যা না হলেও অনেকেই অফলাইনে বুক করতে গিয়ে থাকার জায়গা পাচ্ছেন না। এদিকে আবার বেসরকারি বিলাসবহুল টেন্টের ভাড়া শুনে চক্ষুচড়কগাছ পর্যটকদের। আধুনিক সুযোগ-সুবিদের সম্পান্ন এইসব প্রেমের ভাড়া প্রায় লক্ষাধিক টাকা। ‘ঝোপ বুঝে কোপ’ ব্যবসায়ীদের, মনে করছেন পুণ্যার্থীরা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version