Wednesday, December 17, 2025

দেশের স্বাধীনতা দিবস বদলে দিলেন মোহন ভাগবত! কটাক্ষ কুণালের

Date:

ভারত না কি ১৫ অগাস্ট ১৯৪৭ সালে যে স্বাধীনতা পেয়েছিল তা স্ব-অধীনতা ছিল না ভারতীয়দের কাছে। অযোধ্যায় রামমন্দির (Ram Temple) প্রতিষ্ঠা হওয়ার পরই ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে। এমনই বিতর্কিত বক্তব্যে ফের আলোচনার লাইম লাইটে আসার চেষ্টায় আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। পাল্টা ভারতের স্বাধীনতায় আরএসএস-এর (RSS) প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

১১ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) বার্ষিক তিথি পালন উপলক্ষ্যে ইন্দোরে রামমন্দির ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন আরএসএস প্রধান। সেখানে তিনি দাবি করেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা (Independence) পেয়েছিল। কিন্তু ভারতের মানুষ স্ব-এর অধীন হয়নি। এটা ছিল শুধুই রাজনৈতিক স্বাধীনতা। লিখিত রূপে সংবিধান তৈরি হলেও স্বাধীনতায় যে স্ব-এর আবশ্যকতা থাকে লিখিত সংবিধান (Constitution of India) থেকে আমরা পাইনি। মন থেকে সেই স্বাধীনতা পেয়েছি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) দিন।

বরাবর ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়া আরএসএস (RSS) প্রধান রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ফের একবার ধর্মীয় জিগির তোলার চেষ্টায়। তাঁর দাবি, অনেক শাসকের শোষণে পিষ্ট ভারতীয়দের বাস্তব স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল রামমন্দির প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ছিল। কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না।

স্বাভাবিকভাবেই মোহন ভাগবতের এই বক্তব্যকে হাসির ছলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট, এটাই শেষ কথা। আর স্বাধীনতার সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক ছিল না তাদের কথার কোনও গুরুত্ব নেই। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) দাবি করেন, কোনওভাবেই মোহন ভাগবতের অবস্থান সমর্থন যোগ্য নয়। অন্যদিকে রামলালাকে নিয়ে রাজনীতি করছেন মোহন ভাগবত, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version