বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, ভারতীয় দলের হারের কারণ নিয়ে কাটাছেড়ায় বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আর এবার সূত্রের খবর, বিসিসিআই-এর নজর, টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফেদের ওপর। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর, নিজের পছন্দ মতই সহকারীদের বেছে ছিলেন গৌতম গম্ভীর। তবে ছ’মাস পার হয়ে গেলেও, এখনও সাফল্য পায়নি দল। আর এবার সাপোর্ট স্টাফদের দলে আসতে চলেছে বড়সড় বদল। সূত্রের খবর, বাড়তে চলেছে সাপোর্ট স্টাফদের দল। যাঁরা রয়েছেন তাঁদের পাশাপাশি নতুন কয়েক জনকে যুক্ত করা হবে বলে খবর। গম্ভীরের পছন্দের নয়, তাঁদের নিয়োগ করবে সরাসরি বোর্ডই। আর সেই তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী ব্যাটার কেভিন পিটারসেন ও রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি সীতাংশু কোটাক। তবে এক্ষেত্রে এগিয়ে সীতাংশু।

এই নিয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে সীতাংশুর অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন সময়ে ভারতীয় এদলের দায়িত্ব সামলেছেন তিনি। তাই তাঁর উপরেই ভরসা রাখা হয়েছে। সীতাংশুর সহকারী কোচ হওয়া সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগেই সীতাংশুকে দায়িত্ব দেওয়া হতে পারে।

গতকাল দলের সাপোর্টস্টাফদের এই নিয়ে বোর্ডের এক সূত্র দাবি করেছিলেন, “অভিষেক নায়ার সবচেয়ে কড়া নজরে রয়েছেন। বোর্ড ক্রিকেটারদের জিজ্ঞাসা করেছে যে, নায়ারের পরিকল্পনায় আলাদা কোনও বিষয় রয়েছে কি না। একই ভাবে রায়ান টেন দুশখাতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাব এবং ভাল মানের ক্রিকেটারদের উন্নতিতে অবদান রাখতে না পারার কারণে ওকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

দলের কোচ হয়ে আসার পর, সহকারী এবং ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে সহকারী কোচ হিসাবে আনেন গম্ভীর। বোলিং কোচ হয়ে আসেন লখনউয়ে মর্নি মর্কেল। আগের সাপোর্ট স্টাফদের মধ্যে থেকে গিয়েছেন শুধু ফিল্ডিং কোচ টি দিলীপ।


আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে হারের ধাক্কা, যেমন পারফরম্যান্স তেমন বেতন, কড়া সিদ্ধান্ত বোর্ডের : সূত্র


–

–

–

–

–

–

–