গোয়ালপোখর কাণ্ডে বাংলাদেশি যোগ, সাজ্জাককে পালাতে সাহায্য অনুপ্রবেশকারী আব্দুলের!

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে বন্দি পলাতকের ঘটনার তদন্তে উঠে এলো বাংলাদেশি যোগ। অভিযুক্ত সাজ্জাক আলমকে বন্দুক দেওয়ার পাশাপাশি তাঁকে পালিয়ে যেতেও সাহায্য করার অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল হোসেন ওরফে আবালের বিরুদ্ধে। ফিল্মি কায়দায় কম্বলের ভিতর থেকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী মোক্তার আহমেদ দাবি করেন, আব্দুল নামের বাংলাদেশি ব্যক্তি সাজ্জাককে এই বন্দুক দিয়েছিলেন। তদন্তেও পুলিশ জানতে পেরেছে লকআপে থাকাকালীনই অভিযুক্তের হাতে অস্ত্র পৌঁছে দেন আব্দুল।

১৫ জানুয়ারি বিকেলে ইসলামপুর সংশোধনাগারে গেছিলেন সাজ্জাক এবং আব্দুল দুজনেই। তখনই আগ্নেয়াস্ত্র হস্তান্তর হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে ফেরার সময় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক। গুলিবিদ্ধ পুলিশকর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্যকে বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান আইজি রাজেশ যাদব এবং এডিজি জাভেদ শামিম। আসামি ছিনতাইয়ের ঘটনার বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও সাজ্জাককে ধরা যায়নি। তাঁর স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। অধরা বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুলও। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।