Saturday, August 23, 2025

পাঁচিল টপকে মন্নতে ঢোকার চেষ্টা সইফের হামলাকারীর! সিসিটিভি দেখে সন্দেহ পুলিশের

Date:

সইফ আলি খানের (Saif Ali Khan)উপর আক্রমণের আগে টার্গেট করা হয়েছিল শাহরুখ খানকে (Shahrukh Khan)? সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ বাড়ছে বান্দ্রা পুলিশের (Bandra Police)। বৃহস্পতিবার নিজের বাড়িতে আততায়ীর হাতে গুরুতর জখম হন ছোটে নবাব। লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজনকে আটক করেছে বান্দ্রা পুলিশ। এই তদন্তের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গত ১৪ জানুয়ারি শাহরুখের মন্নতের (Mannat) পাঁচিল টপকে বাদশার ঘরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এই হামলাকারী! যদিও শাহরুখের বাড়ির পাঁচিল অনেকটা উঁচু হওয়ায় এবং তার ওপরে কাঁটাতার লাগানো থাকায় ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারেননি বলে জানা যাচ্ছে। এখানেও সিসি ফুটেজ দেখে পুলিশের অনুমান দুই ব্যক্তি সম্ভবত এক কারণ অভিযুক্তের চেহারায় মিল পাওয়া গেছে। স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

যেভাবে বান্দ্রা এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় বলিউড সেলিব্রেটিরা। এর আগেই শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। তবে কি বলিউড বাদশাকেই প্রাথমিকভাবে টার্গেট করেছিল আততায়ী? নাকি কিং খানের (King Khan) কোনও ফ্যান তাঁকে একঝলক দেখার আশায় ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সইফের আক্রান্ত হওয়ার মাঝেই মন্নতের খবর প্রকাশ্যে আসতেই বাড়ছে জল্পনা। অন্যদিকে পতৌদি পুত্রের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় আজ পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন করিনা কাপুর (Kareena Kapoor)এবং শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version