Sunday, November 9, 2025

১) অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে একমাত্র গোল করেন শুভাশিস বসু। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের সুযোগ ছিল জোসে মোলিনার দলের। ম্যাচে এদিন একাধিক গোল মিস করে সবুজ-মেরুন ব্রিগ্রেডের ফুটবলাররা।

২) বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের খারাপ পারফরম্যান্সের পর নড়েচড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরপরই একের পর এক কড়া সিদ্ধান্ত নেয় বোর্ড। জানা যাচ্ছে, এবার কোপ পরতে চলেছে ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও। সূত্রের খবর, ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) জীবনের কি দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং ? তেমন জল্পনা সোশ্যাল মিডিয়ায় ? এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। যেই ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে কলকাতা নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটার। আর এরপরই জল্পনা ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু। পাত্রী উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ।

৪) শোনা গিয়েছিল রঞ্জিট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তবে এখন শোনা যাচ্ছে, সংশয় দেখা গিয়েছে কোহলির রঞ্জি খেলা নিয়ে। সূত্রের খবর, তা এখন অনিশ্চিত। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) জানিয়েছে, কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ব্যথা না কমলে বিরাট সম্ভবত রঞ্জিট্রফির ম্যাচ খেলবেন না।

৫) ১৯ জানুয়ারি আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে এফসি গোয়া। তবে গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশ গড়তে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। সুত্রের খবর, পায়ের হাড়ে চিড় ধরেছে ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলির। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আনোয়ারের।

আরও পড়ুন- এগিয়ে থেকেও জামশেদপুরের সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের

 

 

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version