Sunday, November 9, 2025

বাংলার বাড়ির উপভোক্তাদের জমির ব্যবস্থা চলতি অর্থবর্ষেই: পঞ্চায়েতমন্ত্রী

Date:

রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে কোনও যোগ্য উপভোক্তাই বঞ্চিত হবেন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংশ্লিষ্ট সব দফতর থেকেই সেই মতো প্রতিটি বাধা কাটিয়ে উপভোক্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি। সেক্ষেত্রে যাঁদের জমির (land) সমস্যায় বাড়ি পাওয়া আটকে রয়েছে তাঁদের জন্যও এই আর্থিক বছরের মধ্যেই সুখবর পাওয়া যাবে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)।

রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে। ইতিমধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় ১২ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) বলেন, রাজ্য সরকার কোনও উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবে না। সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই তাদের জন্য জমির ব্যবস্থা করা নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যান্য শর্ত পূরণ হলেও শুধুমাত্র জমির (land) অভাবে যাঁদের বাড়ি হচ্ছে না তাদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। সমীক্ষক দল মারফত এই ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক (DM) ও ডিএলএলআরও-দের (DLRO) কাছে জমা পড়েছে। এবার তাদের জমি ও বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত কারার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version