Thursday, August 28, 2025

নাটকের প্রতি ভালবাসা ও আকর্ষণ হবে আরও গভীর, ৭তম জাতীয় নাট্য উৎসবের সূচনায় ব্রাত্য

Date:

ক্ষমতায় আসার পর থেকেই সৃজনশীলতার অর্থ বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই সাংস্কৃতিক জগৎ পেয়েছে এক নতুন মাত্রা। তার দেখানো পথে হেঁটেই এ বছরের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল (National Theatre Festival) নতুনভাবে উপস্থাপিত হতে চলেছে। ৭তম জাতীয় নাট্য উৎসবের সূচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, নাটকের প্রতি ভালবাসা ও আকর্ষণ হবে আরও গভীর।

জাতীয় নাট্য উৎসব চলবে ১৮ থেকে ২৬ জানুয়ারি। মধুসূদন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মিনার্ভা নাট্যচর্চা কেন্দ্রের চেয়ারম্যান মন্ত্রী ব্রাত্য বসু, ভাইস চেয়ারপার্সন অর্পিতা ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, কৌস্তুভ তরফদার, অনুপ গায়েন। মধুসূদন মঞ্চ ছাড়াও থিয়েটার দেখা যাবে গিরিশ মঞ্চে। উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এবারে মোট ১৭টি থিয়েটারের দল অংশগ্রহণ করবে। এর মধ্যে সাতটি রাজ্যের এবং বাকি দশটি দল আসবে ভিন রাজ্য থেকে। প্রত্যেকবারই তথ্য সংস্কৃতি দফতর বিজ্ঞাপন দেয়। ব্রাত্য বসু বলেন, এবারেও সেই বিজ্ঞাপন দেখে ১১২টি দল আবেদন করেছিল। তবে আমরা একটি জুড়ি বোর্ড গঠন করেছিলাম ১০ সদস্যের। তারাই সমস্ত নাটক বিচার করেছেন। সেখান থেকেই বাছাই করে দশটি দলকে অনুমতি দেওয়া হয়েছে।

বিহারের একটি নাট্যদল রাগা রেপোর্টরির থিয়েটারের ‘স্মল টাউন জিন্দেগি’ নাটক দিয়ে শুরু হল এবারের থিয়েটার উৎসব। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা খরচ করে এবারের এই উৎসব করা হচ্ছে। বাংলার পাশাপাশি কন্নড়, তামিল-সহ একাধিক ভাষায় থিয়েটার এবার পরিবেশন করা হবে। প্রতিটি প্রেক্ষাগৃহে রোজ সন্ধ্যা সাড়ে ছ’টায় একটি করে নাটক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ হামলার সন্দেহভাজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version