Monday, November 17, 2025

আজ লাল-হলুদের সামনে গোয়া, প্রতিপক্ষকে সমীহ অস্কারের

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ এফসি গোয়া। অ্যাওয়ে ম্যাচে নামার আগে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। শেষ দুটো ম্যাচ হারের সুবাদে ক্লেটন সিলভাদের সুপার সিক্সে ওঠার পথটা আরও কঠিন হয়েছে। রবিবার হারের হ্যাটট্রিক এড়ানোই প্রথম কাজ হবে লাল-হলুদের।

কোচ অস্কার ব্রুজো অবশ্য ভাঙলেও মচকাচ্ছেন না। শনিবার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘গোয়া অনেক পরিণত ফুটবল খেলে। তবে সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে, আমাদের পরের তিনটে ম্যাচ জিততেই হবে। প্রথমটা কাল গোয়াকে হারিয়ে শুরু করতে চাই।” অস্কারের সংযোজন, ‘‘প্রথম ছয়ের থেকে আমরা ১০ পয়েন্ট পিছিয়ে। আবারও বলছি, সুপার সিক্সে শেষ করতে হলে, আমাদের পরের তিনটে ম্যাচ জেতা ছাড়া অন্য কোনও উপায় নেই। চোট ও কার্ড সমস্যার জন্য বেশ কয়েকজনকে এই ম্যাচে পাব না। তবে হাতে যারা রয়েছে, তাদের নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।’’

১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে গোয়া ম্যাচে শুরু থেকেই খেলাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখে অস্কার বলেন, ‘‘রিচার্ড দলের সঙ্গে এখনও পর্যন্ত দুটো পুরো প্র্যাকটিস সেশন করেছে। খুব ভাল প্লেয়ার। যত দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারে, ততই ভাল।” আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তেরা নেই। চোটের ধাক্কায় রক্ষণ সাজাতে হিমশিম খাচ্ছেন অস্কার। বাংলা দলের ডিফেন্ডার চাকু মান্ডি ও আদিত্য পাত্র দলের সঙ্গে গিয়েছেন। প্রয়োজনে চাকুকে গোয়ার বিরুদ্ধে খেলানোর ভাবনাও রয়েছে কোচের। রক্ষণ সামলেই ৩ পয়েন্টের জন্য ঝাঁপাতে চান অস্কার।

আরও পড়ুন- মোহনবাগানে উত্তেজনা, বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের দাবি

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version