Wednesday, August 20, 2025

আচমকা গঙ্গায় ডুবতে বসল বাংলাদেশের ট্রলার! উদ্ধারে বাংলার প্রশাসন

Date:

বাংলাদেশের ট্রলার হুগলির (Hooghly) কাছে গঙ্গায় ডুবে বিপত্তি। জাহাজের তলা ফুটো হয়ে জোয়ারের জল ঢুকে অল্প সময়ের মধ্যে অনেকখানি ডুবে যায় ট্রলারটি (troller)। দ্রুত স্থানীয় মানুষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে ট্রলারে আটকে পড়া শ্রমিক ও নাবিকদের উদ্ধার করা হয়। তারা নিরাপদে থাকলেও জাহাজের যা পরিস্থিতি তাতে তা পুরো খালি করে মেরামতির কাজ শেষ হয়ে বাংলাদেশে ফেরৎ পাঠাতে প্রায় ছয়মাস লেগে যেতে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।

ছাই বোঝাই বাংলাদেশের মালবাহী ট্রলারটি (cargo troller) রবিবার রওনা দেয় ত্রিবেণী থেকে। বিটিপিএস থেকে ছাই (ash) বোঝাই করে ফিরছিল জাহাজটি। বাঁশবেড়িয়ার (Bansberia) কাছে আচমকাই চালক অনুভব করেন জাহাজের একটি অংশ হেলে যাচ্ছে। সেই সঙ্গে হুহু করে নিচে থেকে জল ঢুকতে শুরু করে। চালকের অনুমান, কোথাও ধাক্কা খেয়ে জাহাজে ফুটো হয়ে যাওয়ায় জল ঢুকে যায়। সেই সময় জোয়ার (high tide) থাকায় দ্রুত জাহাজটি ডুবে যেতে থাকে।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। বাংলার শ্রমিকদের সাহায্যে শুরু হয় জাহাজের ছাই (ash) খালি করার কাজ। পরে ভাটার সময় জল কমে যাওয়ায় জাহাজের অনেকটা ফের ভেসে ওঠায় ছাই বের করার কাজ সহজ হয়। প্রশাসনের পক্ষ থেকে যদিও প্রতিবেশী দেশের ট্রলারের (troller) উপর নজর রাখা হবে বলেই জানানো হয়েছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version