হাতে আর বেশি সময় নেই, টেলিপাড়ার দুই নায়ক – নায়িকা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের (Rubel Das & Sweta Bhattacharya) শুভ পরিণয়ে ঝলমল করে উঠতে চলেছে রবিবাসরীয় সন্ধ্যা। সকাল থেকেই বিয়ে বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। আর চার পাঁচটা সেলিব্রেটি বিয়ের মতো এলাহী আয়োজন হলেও নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তারকা জুটি। শোনা যাচ্ছে বৈদিক রীতি মেনে বিয়ে করবেন যুগলে। থাকবে না কোন কন্যাদান পর্ব। বরের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেবেন শ্বেতা। তাঁদের বিয়ের পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)।
সাজ থেকে মেনু, শ্বেতার বিয়েতে প্রাধান্য পাবে বাঙালিয়ানা। রবিবার বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস ভাড়া নিয়েছে অভিনেত্রীর পরিবার। আইবুড়ো ভাতের পর ইতিমধ্যেই সামনে এসেছে কনের মেহেন্দির ছবি। সবুজ শাড়িতে সেজে দু’হাত ভরে মেহেন্দিতে রুবেলের নামের পরিবর্তে বর কনের ছবি আঁকিয়েছেন ‘প্রজাপতি’ অভিনেত্রী। সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য – রুবেল দাস।
–
–
–
–
–
–
–
–
–